ভারতে ঘৃণা, সহিংসতা ছড়ানোর বিরোধিতা করতে ‘ভারত জোড়ো’ পদযাত্রা করা হচ্ছে: রাহুল গান্ধী 
(last modified Tue, 17 Jan 2023 13:43:55 GMT )
জানুয়ারি ১৭, ২০২৩ ১৯:৪৩ Asia/Dhaka
  • রাহুল গান্ধী 
    রাহুল গান্ধী 

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বলেছেন, ভারতে যে ঘৃণা ছড়ানো হচ্ছে, সহিংসতা ছড়ানো হচ্ছে তার বিরোধিতা করতে ‘ভারত জোড়ো’ পদযাত্রা করা হচ্ছে। 

তিনি আজ (মঙ্গলবার) পাঞ্জাবের হোশিয়ারপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ওই মন্তব্য করেন। রাহুল বলেন, ‘দেশে ক্রমবর্ধমান বেকারত্ব, মূল্যস্ফীতি ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে আমরা এই পদযাত্রা শুরু করেছিলাম এবং এই পদযাত্রা অত্যন্ত সফল হয়েছে। ‘ভারত জোড়ো পদযাত্রা’ চার মাসেরও বেশি সময় পূর্ণ করেছে। পদযাত্রা কন্যাকুমারী থেকে শুরু হয়েছে এবং এখন পাঞ্জাব থেকে রওয়ানা হচ্ছে। আগামীকাল আমরা হিমাচল প্রদেশে থাকব।’    

তিনি বলেন, ‘আজ আমি দেশের অর্থনৈতিক বৈষম্য সম্পর্কে দু’টি পরিসংখ্যান পেয়েছি। ভারতের ২১ জন ধনী ব্যক্তির কাছে যতটা অর্থ আছে, ৭০ কোটি ভারতীয়দের কাছে ততটা আছে। এটি প্রথম পরিসংখ্যান। দ্বিতীয় পরিসংখ্যান হল-সবচেয়ে ধনী ১ শতাংশের কাছে রয়েছে ভারতের সম্পদের ৪০ শতাংশ। আমরা এ সবের বিরুদ্ধে এই ভারত জোড়ো পদযাত্রা শুরু করেছি।’   

রাহুল গান্ধী বলেন, দেশের ৫০ শতাংশ দরিদ্র মানুষ ৬৪ শতাংশ জিএসটি (পণ্য ও পরিসেবা কর) দেয়। একই সময়ে, দেশের সবচেয়ে ধনী ১০ শতাংশ ব্যক্তি মাত্র ৩ শতাংশ জিএসটি দেন।  দেশের গণমাধ্যমে এসব নিয়ে প্রশ্ন তোলা হয় না।

রাহুল গান্ধী আরও বলেন, ‘আজ দেশের সমস্ত প্রতিষ্ঠান বিজেপি এবং আরএসএস দ্বারা নিয়ন্ত্রিত। ভারতের সমস্ত প্রতিষ্ঠানের ওপর তাদের চাপ রয়েছে। প্রেসের ওপর চাপ আছে, আমলাতন্ত্রের ওপর চাপ আছে, নির্বাচন কমিশনের ওপর চাপ আছে, বিচার বিভাগের ওপর চাপ রয়েছে। তারা সব প্রতিষ্ঠান দখল করে নিয়েছে বলেও মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এমপি।#

পার্সটুড/এমএএইচ/এনএম/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

 

ট্যাগ