ভারত যতটা মোদী ও ভাগবতের, ততটাই মাহমুদের : মাওলানা মাহমুদ মাদানি 
https://parstoday.ir/bn/news/india-i119550-ভারত_যতটা_মোদী_ও_ভাগবতের_ততটাই_মাহমুদের_মাওলানা_মাহমুদ_মাদানি
জমিয়তে উলামায়ে হিন্দের প্রধান মাওলানা মাহমুদ মাদানি বলেছেন, ভারত যতটা নরেন্দ্র মোদী ও মোহন ভাগবতের, ততটাই মাহমুদের। গতকাল (শুক্রবার) দিল্লির রামলীলা ময়দান জমিয়তের এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ১৮:৩৫ Asia/Dhaka
  • মাওলানা মাহমুদ মাদানি 
    মাওলানা মাহমুদ মাদানি 

জমিয়তে উলামায়ে হিন্দের প্রধান মাওলানা মাহমুদ মাদানি বলেছেন, ভারত যতটা নরেন্দ্র মোদী ও মোহন ভাগবতের, ততটাই মাহমুদের। গতকাল (শুক্রবার) দিল্লির রামলীলা ময়দান জমিয়তের এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন।

তিনি বলেন: ‘এই ভূমি মুসলমানদের মাতৃভূমি। ইসলামকে বাইরে থেকে আসা ধর্ম বলা সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন। সকল ধর্মের মধ্যে ইসলাম সবচেয়ে প্রাচীন ধর্ম। ভারতীয় মুসলমানদের জন্য ভারত সবচেয়ে শ্রেষ্ঠ দেশ। কিন্তু এখানে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ও উসকানির ঘটনা ক্রমাগত বাড়ছে। সাম্প্রতিক সময়ে ইসলামোফোবিয়া ব্যাপকভাবে বেড়ে গেছে। 

মাওলানা মাহমুদ মাদানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উগ্র হিন্দুত্ববাদী ‘আরএসএস’ প্রধান মোহন ভাগবতের কথা উল্লেখ করে বলেন, ‘ভারত আমাদের দেশ। এই দেশ যতটা নরেন্দ্র মোদী ও মোহন ভাগবতের, ততটাই মাহমুদের। মাহমুদ তাদের থেকে এক ইঞ্চিও এগিয়ে না, তারাও মাহমুদের থেকে এক ইঞ্চিও এগিয়ে নয়।

মাওলানা মাহমুদ মাদানি বলেন,  ‘আমরা আরএসএস এবং এর প্রধান সংঘচালককে আমন্ত্রণ জানাই, আসুন পারস্পরিক ভেদাভেদ ও শত্রুতা ভুলে একে অপরকে আলিঙ্গন করি এবং দেশকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলি।’

জমিয়তে উলামায়ে হিন্দ প্রধানের এই মন্তব্য আরএসএস প্রধান মোহন ভাগবতের বিবৃতির পরে এল যেখানে ভাগবত বলেছিলেন, ভারতকে ‘বিশ্বগুরু’ করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। শুক্রবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত বলেন, ভারতকে 'বিশ্বগুরু' করতে দেশের সমস্ত মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।#

পার্সটুডে/এমএএইচ/এনএম/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।