ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে বুথ ফেরত জরিপে মিশ্র পূর্বাভাস    
(last modified Tue, 28 Feb 2023 08:11:23 GMT )
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১৪:১১ Asia/Dhaka
  • ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে বুথ ফেরত জরিপে মিশ্র পূর্বাভাস    

উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড বিধানসভা নির্বাচন শেষে বুথ ফেরত জরিপে মিশ্র পূর্বাভাস প্রকাশ্যে এসেছে। ওই তিন রাজ্যের নির্বাচনী ফল প্রকাশ হবে আগামী ২ মার্চ বৃহস্পতিবার।   

ত্রিপুরায় ১৬ ফেব্রুয়ারী এক দফায় নির্বাচন হয়েছিল। অন্যদিকে, মেঘালয় এবং নাগাল্যান্ড ২৭ ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল (সোমবার)এক পর্বে নির্বাচন  শেষ হয়েছে।  বিভিন্ন গণমাধ্যম  দ্বারা পরিচালিত নির্বাচনী ফলের প্রবণতা বুথ ফেরত জরিপ প্রকাশ্যে এসেছে।   

ত্রিপুরায় মোট ৬০ টি বিধানসভা আসন। একটি সংস্থার জরিপে ত্রিপুরায় বিজেপি’র নিশ্চিত গরিষ্ঠতা দেখানো  হলেও বাকি তিনটির ক্ষেত্রে বিজেপি, বামফ্রন্ট-কংগ্রেস এবং তিপ্রা মথার মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত রয়েছে। ওই জরিপগুলো মানলে ত্রিপুরায় ত্রিশঙ্কু বিধানসভা হওয়ার সম্ভাবনা রয়েছে। 

ত্রিপুরার স্থানীয় কেবল চ্যানেল নিউজ ২৪ এর জরিপে বামফ্রন্ট-কংগ্রেস জোটকে এগিয়ে রাখা হয়েছে।  সেখানে বলা হয়েছে বামফ্রন্ট-কংগ্রেস যৌথভাবে  ৩০টি আসন পাবে। ১২টি করে আসন দেওয়া হয়েছে বিজেপি এবং তিপ্রা মথা’কে। ৬টি আসন তারা অনিশ্চিত বলে জানিয়েছে।   
অন্যদিকে, ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস মাই ইন্ডিয়া’র  জরিপে বিজেপিকে ৩৬ থেকে ৪৫টি আসন দেওয়া হয়েছে। বামফ্রন্ট-কংগ্রেসকে ৬/১১ এবং তিপ্রা মথাকে ৯/১৬টি আসন দিয়েছে। এরমধ্যে বিজেপি ৪৪টি এবং জোটসঙ্গী ‘আইপিএফটি’কে একটি আসন দেওয়া হয়েছে।  বামফ্রন্ট-কংগ্রেসের আসনের মধ্যে কংগ্রেসকে ১/২টি আসন দেওয়া হয়েছে।  

জন কি বাতের জরিপে বলা হয়েছে, বিজেপি জোট পাবে ২৯/৪০টি আসন, বামফ্রন্ট-কংগ্রেসকে দেওয়া  হয়েছে ৯/১৬টি আসন এবং তিপ্রা মথা ১০/১৪টি আসন।  

টাইমস নাও- ইটিজি রিসার্চের জরিপে ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিত দেওয়া হয়েছে। বিজেপিকে ২১/২৭টি আসন দেওয়া হয়েছে। বামফ্রন্ট-কংগ্রেসকে ১৮/২৪টি আসন এবং তিপ্রা মথা ১২/১৭টি আসন পেতে পারে বলে পূর্বাভাষ দেওয়া হয়েছে।  

জি নিউজ মার্টিনেজের জরিপে ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিত আছে। বিজেপিকে  সর্বনিম্ন ২৯টি আসন দেওয়া হয়েছে, সর্বাধিক ৩৬। বামফ্রন্ট-কংগ্রেসকে ১৩ থেকে ২১টি আসন এবং তিপ্রা মথাকে ১১ থেকে ১৬টি আসন পেতে পারে বলে অনুমান করা হয়েছে।  

এদিকে, বিভিন্ন সংস্থার জরিপে জয়ের ইঙ্গিত পাওয়ায় ত্রিপুরায় বিজেপির পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নেতার গানের ভিডিও আপলোড করা হয়েছে, যাতে বলা হচ্ছে ‘সিপিএম হেলে দুলে যাবে শ্মশানঘাটে।’ বিরোধীদের অভিযোগ, এটা আসলে সরাসরি সহিংসতায় মদদ দেওয়ার জন্য করা হয়েছে।

রাজ্যে ক্ষমতাসীন বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ২ মার্চ ত্রিপুরায় ‘গেরুয়া’ ঝড় উঠবে। বিভিন্ন জায়গায় আগেভাগেই তারা আতশবাজি পুড়িয়ে কর্মীদের উচ্ছ্বাস প্রকাশের কথা জানিয়েছে।  

অন্যদিকে, গতকাল (সোমবার) ত্রিপুরায়  সিপিআই (এম) রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরি বলেন, বিগত ৫বছর রাজ্যের মানুষ জঙ্গলের রাজত্ব দেখেছে। এর থেকে মুক্তি পেতে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়েছেন। কোথাও কোথাও ভোটদানে বাধা পেলেও মানুষ সংগঠিত হয়ে ভোট দিয়েছেন। সরকার পরিবর্তন হবে একশো শতাংশ নিশ্চিত। তিনি আরও বলেন, যারা পাঁচ বছরে জনগণের সুখ-দুঃখ জানলেন না, তারা বুথ ফেরত জরিপ করছেন, বাস্তবের সঙ্গে এর সম্পর্ক নেই।  

কংগ্রেস নেতা সুদীপ রায়বর্মণ বানানো জরিপে বিশ্বাস না করতে রাজ্যের জনগণকে অনুরোধ করেছেন।  তিনি বলেন,  ‘২মার্চ বিজেপি’র পরাজয় নিশ্চিত। কোনও সংশয় নেই। বর্বর যুগের অবসান হচ্ছেই। বিজেপি দুই অঙ্কে পৌঁছাতে পারবে না।’

 ‘২ মার্চ যখন ইভিএম মেশিন খোলা হবে তখন  দেখবেন ত্রিপুরা থেকে বিজেপি সুনামির মতো ভেসে যাচ্ছে। এতে কোন সন্দেহ নেই। বিজেপির পতনের মধ্যদিয়ে ত্রিপুরায় নতুন সরকার প্রতিষ্ঠিত হবে’ বলেও মন্তব্য করেন কংগ্রেস নেতা সুদীপ রায়বর্মণ।  বিভিন্ন সংস্থার জরিপে নাগাল্যান্ডে  এনডিপিপি-বিজেপি জোটকে  সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। অন্যদিকে, মেঘালয়ের ক্ষেত্রে ত্রিশঙ্কু বিধানসভার ইঙ্গিত  দেওয়া হয়েছে। #

পার্সটুডে/এমএএইচ/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ