ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনা: বহু মৃত্যুর আশঙ্কা
https://parstoday.ir/bn/news/event-i149872-ভারতের_আহমেদাবাদে_বিমান_দুর্ঘটনা_বহু_মৃত্যুর_আশঙ্কা
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১২, ২০২৫ ১৬:৩৩ Asia/Dhaka
  • ভারতের আহমেদাবাদে বিমান দুর্ঘটনা: বহু মৃত্যুর আশঙ্কা

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বহু মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

আজ বৃহষ্পতিবার সকাল ১ টা ১০ মিনিটে এআই ১৭১ নম্বর যাত্রীবাহী বিমানটি আকাশে ওড়ার পরই বিধ্বস্থ হয় বলে স্থানীয় টেলিভিশনসহ অন্যান্য সংবাদমাধ্যমে খবর প্রচার করা হচ্ছে।

গুজরাটের পুলিশ নিয়ন্ত্রণকক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই বলেছে, বিধ্বস্ত উড়োজাহাজটিতে ২৪২ জন আরোহী ছিলেন। বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্লাইট এআই১৭১ আহমেদাবাদ থেকে লন্ডনের গেটউইক যাচ্ছিল।

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে বলেছে, আহমেদাবাদ-লন্ডন গেটউইক রুটে চলাচল করা ফ্লাইট এআই১৭১ আজ  এক দুর্ঘটনায় পতিত হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে এবং শিগগিরই আমাদের ওয়েবসাইট ও এক্স হ্যান্ডলে এ বিষয়ে আরও তথ্য জানানো হবে।

ওড়ার পরই ভেঙে পড়া বিমানটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে  দমকলের বাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে। আহতদের স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কী কারণে এই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। আপাতত দুর্ঘটনাস্থলের আশপাশের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধারকাজ চলছে। #

পার্সটুডে/জিএআর/১২