দিল্লির পরাজয় হজম করতে পারছেন না মোদি: কেজরিওয়াল
https://parstoday.ir/bn/news/india-i12022-দিল্লির_পরাজয়_হজম_করতে_পারছেন_না_মোদি_কেজরিওয়াল
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করে বলেছেন, পরাজয় হজম করতে না পারায় দিল্লির পিছনে লেগেছেন মোদি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১৪, ২০১৬ ১৮:৪৬ Asia/Dhaka
  • দিল্লির পরাজয় হজম করতে পারছেন না মোদি: কেজরিওয়াল

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করে বলেছেন, পরাজয় হজম করতে না পারায় দিল্লির পিছনে লেগেছেন মোদি।

আজ (মঙ্গলবার) কেজরিওয়াল বলেন, ‘মোদিজি সোনিয়া গান্ধীর বিরুদ্ধে অভিযোগ করে বলে থাকেন, তিনি সংসদ চলতে দিচ্ছেন না, কারণ তিনি পরাজয় মেনে নিতে পারছেন না। আমি মোদিজিকে বলতে চাই, আপনি দিল্লি সরকারকে কাজ করতে দিচ্ছেন না, কারণ আপনি দিল্লির পরাজয়কে হজম করতে পারছেন না।’

দিল্লি বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালের ‘আম আদমি পার্টি’র কাছে শোচনীয়ভাবে পরাজিত হয় বিজেপি।

তিনি বলেন, ‘মোদিজি দিল্লির সংসদীয় সচিবদের অযোগ্য করার পিছনে কেন লেগেছেন? হরিয়ানা, পাঞ্জাব, গুজরাট এবং অন্য রাজ্যেও তো সংসদীয় সচিবের পদ রয়েছে।’

গত বছর ১৩ মার্চ ২১ জন বিধায়ককে সংসদীয় সচিব পদে নিয়োগ করে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি সরকার। পরিষদীয় সচিব পদকে অফিস অফ প্রফিটের বাইরে রাখতে যে বিল এনেছিল কেজরিওয়াল সরকার, তাতে সম্মতি দেননি প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়।

দিল্লি সরকার বিল পাস করে পরিষদীয় সচিব পদকে অফিস অফ প্রফিটের বাইরে রাখতে চেয়েছিল। যদিও প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায় সেই বিল ফেরত পাঠানোয় ওই সচিবদের বিধায়কপদ থাকা নিয়ে ব্যাপক সংশয় সৃষ্টি হয়েছে। যদি তাদের বিধায়ক পদ চলে যায় তাহলে ওইসব বিধায়কদের আসনে পুনরায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আর এতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায় দিল্লি সরকারের ওই বিলকে খারিজ করে দিলেও কেজরিওয়াল এজন্য প্রধানমন্ত্রী মোদিকেই টার্গেট করেছেন।

গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে কেজরিওয়াল বলেন, ‘ওইসব বিধায়ককে যদি অযোগ্য ঘোষণা করে ঘরে বসিয়ে দেয়া হয় হয় তাহলে মোদিজি এতে কী পাবেন?’

টুইটারের মাধ্যমে এবং টিভি সাক্ষাৎকারে কেজরিওয়াল কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ‘শুধু দিল্লি কেন? প্রায় প্রত্যেক রাজ্যেই সংসদীয় সচিব নিয়োগ করা হয়েছে, তাহলে তাদেরকেও অপসারণ করতে হবে।’

পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ‘হরিয়ানাতে সংসদীয় সচিব রয়েছে। নাগাল্যান্ডে ২৪, হিমাচল প্রদেশে ৬, রাজস্থানে ৫ পাঞ্জাবে ২৪, গুজরাটে ৪, পশ্চিমবঙ্গ এবং পদুচেরিতেও সংসদীয় সচিব রয়েছে। পাঞ্জাবে তো এক একজন সংসদীয় সচিবকে এক লাখ টাকা করে দেয়া হয়। এছাড়া তারা গাড়ি এবং বাংলোও পেয়ে থাকেন।’ পক্ষান্তরে দিল্লি সরকার তাদের সংসদীয় সচিবদের এক পয়সাও দেয় না যদিও তারা দিনরাত কাজ করে থাকেন। কেজরিওয়াল বলেন, কংগ্রেসকে নয়, নরেন্দ্র মোদি আম আদমি পার্টিকেই ‘ভয়’ পান।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/১৪