বিজেপির বিরুদ্ধে ‘অপারেশন লোটাসে’র অভিযোগ
বিধানসভা ভোটের ফলপ্রকাশের আগেই উত্তপ্ত দিল্লি! কেজরির বাড়িতে হানা এসিবির
ভারতের রাজধানী দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটের ফলাফল প্রকাশিত হবে আগামীকাল শনিবার। তার আগের দিন আজ শুক্রবার দিল্লির রাজনীতি উত্তাল হয়ে উঠেছে।
আম আদমি পার্টি বা আপ বিজেপির বিরুদ্ধে 'অপারেশন লোটাসের' অভিযোগ তুলেছে। ফুসলিয়ে, জোর করে কিংবা অর্থের বিনিময়ে বিধায়কদের হাত করে নেয়ার বিষয়টিই হচ্ছে অপারেশন লোটাস। যা এর আগেও বিজেপি করেছে বলে অভিযোগ আপের।
এদিকে উপরাজ্যপালের তদন্তের নির্দেশের ভিত্তিতে সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে অ্যান্টি কোরাপশন ব্যুরো বা এসিবির কর্মকর্তারা আজ অভিযানের জন্য যান। তবে এসিবি কর্মকর্তাদের বাড়িত ঢুকতে দেননি কেজরিওয়াল। তার আইনজীবীর বলেছেন, বিজেপি অহেতুক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে। এভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার অধিকার এসিবির নেই।
উল্লেখ্য, গত বুধবার ৫ ফেব্রুয়ারি দিল্লির ৭০ টি বিধানসভা আসনের ভোট হয়েছে। ৮ ফেব্রুয়ারি শনিবার দিল্লি বিধানসভা ভোটের ফলপ্রকাশের কথা রয়েছে। এক্সিট পোল বলছে, এবার দিল্লিতে বিজেপি ক্ষমতায় আসতে যাচ্ছে। তবে এক্সিট পোলের সমীক্ষাকে উড়িয়ে দিয়েছে আম আদমি পার্টি।
২০২০ নির্বাচনে ৬২ আসন জিতে দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিল আপ। বিজেপি পেয়েছিল মাত্র আট আসন। কংগ্রেস একটিও আসন পায়নি।
এবারের নির্বাচনে ত্রিমুখী লড়াই হচ্ছে। একদিকে বিজেপি, অন্যদিকে আপ। এরবাইরে কংগ্রেসও আছে। তবে মূল লড়াই বিজেপি আর আপের মধ্যে হবে বলে ধারনা করা হচ্ছে। এবারের নির্বাচনে প্রায় ৩ লক্ষ নতুন ভোটার ছিল। নতুন ভোটারদের ওপর এবারের ভোটের জয় পরাজয় নির্ভর করছে।#
পার্সটুডে/জিএআর/৭