সরকার কেন্দ্রীয় এজেন্সিগুলোকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে
(last modified Fri, 10 Mar 2023 13:26:17 GMT )
মার্চ ১০, ২০২৩ ১৯:২৬ Asia/Dhaka
  • সরকার কেন্দ্রীয় এজেন্সিগুলোকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে

ভারতে সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, সরকার কেন্দ্রীয় এজেন্সিগুলোকে তার রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সব বিরোধী দলকে একত্রিত হয়ে প্রধানমন্ত্রীর ওপর চাপ সৃষ্টির আহ্বান জানানো হয়েছে।

তিনি আজ (শুক্রবার) দিল্লিতে মহিলা সংরক্ষণ বিলের সমর্থনে ‘ভারত রাষ্ট্র সমিতি’ বা ‘বিআরএস’ নেত্রী কে কবিতার অনশন কর্মসূচিতে শামিল হয়ে ওই মন্তব্য করেন।  

সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি বলেন, ‘সরকার সব কেন্দ্রীয়  সংস্থাকে তার রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এভাবে সাংবিধানিক ব্যবস্থাও লঙ্ঘন করা হচ্ছে। কেউ অপরাধী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন, এজেন্সিগুলো তাদের কাজ করবে। কিন্তু তারা মানুষকে হয়রানি করছে, এজেন্সির অপব্যবহার করা হচ্ছে।’

ইয়েচুরি বলেন, ‘প্রধানমন্ত্রী ৯ বছর আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি মহিলা সংরক্ষণ বিল বাস্তবায়ন করবেন। কিন্তু এখনও পর্যন্ত মহিলা সংরক্ষণ বিল লোকসভায় আটকে আছে। লোকসভায় তা পাস হয়নি।’ 

দিল্লিতে আবগারি দুর্নীতি মামলায় তেলঙ্গানার মুখ্যমন্ত্রী, কে চন্দ্রশেখর রাওয়ের (কেসিআর) মেয়ে কে কবিতাকে আগামীকাল (শনিবার) জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিস পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ‘ইডি’। কিন্তু তার আগেই ভারত রাষ্ট্র সমিতি’র (বিআরএস) নেত্রী কবিতা সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশের দাবিতে আজ (শুক্রবার) অনশন কর্মসূচি পালন করেন। 

আজ (শুক্রবার) দিল্লির যন্তর মন্তরে কবিতার অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিসহ আম আদমি পার্টি, শিরোমণি অকালি দল, এনসিপি, আরজেডি, জেডি(ইউ), পিডিপি, শিবসেনা (উদ্ধব), আরএলডির মতো দলের নেতারা।

ভারত জাগৃতি নামে একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে সংসদ এবং বিভিন্ন রাজ্যের বিধানসভায় এক-তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণের দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

তেলেঙ্গানার ‘বিআরএস’ নেত্রী কবিতা আজ বলেন, ‘বছর শেষে রাজ্যে ভোট। সে জন্যই নরেন্দ্র মোদীর সরকার তকে এবং তার দলকে হেনস্থায় সক্রিয় হয়েছে। দিল্লিতে ধর্নায় বসার সিদ্ধান্ত নেওয়ার পরেই জিজ্ঞাসাবাদের জন্য আমাকে ‘ইডি’ ডেকেছে। কমপক্ষে ৯টি রাজ্যে ঘুরপথে সরকার গড়েছে বিজেপি। তেলঙ্গানায় তা পারেনি। সেজন্য কেন্দ্রীয় এজেন্সিগুলো ব্যবহার করা হচ্ছে’ বলেও মন্তব্য করেন তেলেঙ্গানার বিআরএস নেত্রী কে কবিতা। #

পার্সটুডে/এমএএইচ/জিএআর/১০      

ট্যাগ