মার্চ ১৪, ২০২৩ ১৮:৩৯ Asia/Dhaka
  • আমি কোনো অন্যায় করলে আমার গালে চড় মারলেও কিছু মনে করব না:  মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমি অন্যায় করলে আমার গালে দুটো চড় মারলেও আমি কিচ্ছু মনে করব না। যদি আমি দোষী হই।’ তিনি আজ (মঙ্গলবার) বিকেলে আলীপুর বার অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।

মমতা বলেন, ‘আমি জীবনে জেনে শুনে কোনও অন্যায় করিনি। আমরা রাজ্যে ক্ষমতায় আসার পর একটা সিপিএম ক্যাডারেরও চাকরি খাইনি। তাহলে তোমরা কেন খাচ্ছ? দেওয়ার ক্ষমতা নেই, কেড়ে নেওয়ার ক্ষমতা আছে।’   

তিনি বলেন, ‘এখন রোজ কথায় কথায় তিন হাজার চাকরি বাদ! চার হাজার  চাকরি বাদ! কেউ যদি নীচুতলায় অন্যায়ও করে থাকে, আমাদের এখানে গণতান্ত্রিক দল, সবাই তো আমার তৃণমূলের ক্যাডার নয় বা সবাই আমার সরকারি ক্যাডার নয়। সরকারি ক্যাডার হলেও তারা কোনও না কোনও দলের সমর্থক। তারা নীচে বসে যদি কেউ অন্যায় করে, আমার লোকও অন্যায় করে আমি ন্যায়ের পথে থাকব। আমি অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। এটা আমার চিরকালের স্বভাব।’

পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী বিভিন্ন সংস্থার তৎপরতায় বেআইনি নিয়োগের অভিযোগে তৃণমূলের বেশ কিছু নেতাকে গ্রেফতার এবং পরবর্তীতে কোলকাতা হাইকোর্টের নির্দেশে একের পর এক চাকরি বাতিল হওয়ায় রাজ্যজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। চকারিচ্যুত পরিবারে সৃষ্টি হয়েছে করুণ অবস্থা। সেই প্রসঙ্গে মমতা আজ এসব মন্তব্য করেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

মমতা চাকরিচ্যুতদের চাকরি আইন মেনে ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে বলেন, ‘অন্য রাজ্যে তো এটা হচ্ছে না! এ রাজ্যে এটা কেন হচ্ছে? আমাকে আপনাদের পছন্দ না হতে পারে, আমার দলকে আপনাদের পছন্দ না হতে পারে। আমার সরকার এত মানবিক কাজ করার পরও আপনাদের পছন্দ না হতে পারে। যা ইচ্ছে আমাকে দু’বেলা গালাগালি দিন, দরকার হলে মারুনও আমায়। আমি সেজন্য কিছু মনে করব না। কিন্তু দয়া করে রাজ্যটার বদনাম করে ছাত্র-যৌবনের খাবার অধিকার (চাকরি) কেড়ে নেবেন না’ বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/১৪       

ট্যাগ