কর্ণাটকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার ক্ষমতায় আছে: রাহুল গান্ধী  
https://parstoday.ir/bn/news/india-i120920-কর্ণাটকে_দেশের_সবচেয়ে_দুর্নীতিগ্রস্ত_সরকার_ক্ষমতায়_আছে_রাহুল_গান্ধী
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বলেছেন, 'কর্ণাটক সরকার দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার। আপনি যদি কিছু করতে চান তবে আপনাকে ৪০ শতাংশ কমিশন দিতে হবে।'
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ২০, ২০২৩ ১৮:৩৬ Asia/Dhaka
  • রাহুল গান্ধী
    রাহুল গান্ধী

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বলেছেন, 'কর্ণাটক সরকার দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার। আপনি যদি কিছু করতে চান তবে আপনাকে ৪০ শতাংশ কমিশন দিতে হবে।'

 আজ (সোমবার) বিজেপিশাসিত কর্ণাটকের বেলাগাভিতে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে রাহুল গান্ধী এ ধরণের মন্তব্য করেন। কর্ণাটকে আগামী মে মাসে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

রাহুল গান্ধী আজ আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘রাজ্যে কংগ্রেস সরকার ক্ষমতায় এলে তপশিলি জাতির সংরক্ষণ (শিক্ষা ও  চাকরিতে) ১৫ থেকে ১৭ শতাংশ করা হবে। তফশিলি উপজাতিদের সংরক্ষণ ৩ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করা হবে এবং প্রত্যেক স্নাতককে তিন বছরের জন্য প্রতি মাসে ৩ হাজার টাকা দেওয়া হবে।’  

রাহুল গান্ধী আরও বলেন, ‘রাজ্যে কংগ্রেস সরকার গঠিত হলে দশ লাখ যুবকের কর্মসংস্থান দেওয়া হবে এবং আড়াই লাখ শূন্য সরকারি পদ পূরণ করা হবে। মহিলারা প্রতি মাসে গৃহলক্ষ্মী প্রকল্পে দু’হাজার টাকা পাবেন এবং দরিদ্র পরিবারগুলো দশ কেজি করে চাল পাবেন।’      

রাহুল বলেন, ‘কর্ণাটক সরকার কর্ণাটকের যুবকদের কর্মসংস্থান দিতে পারছে না। কমিশন ছাড়া এখানে কোনো কাজ হয় না। সরকারের বিরুদ্ধে ৪০ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগ করে ঠিকাদার সমিতি এবং স্কুল ম্যানেজমেন্ট সমিতি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী তাদের চিঠির জবাব পর্যন্ত দেননি। এখানে বিধায়কের ছেলে ৮ কোটি টাকাসহ ধরা পড়লেও সরকার তাকে রক্ষা করে। দুর্নীতির পুরো সুবিধা পান ১০/১২ জন।’

২২৪ আসন সমন্বিত রাজ্যটিতে এবার রাজ্যে দেড়শোর বেশি আসনে জয়ের লক্ষ্য নিয়ে নির্বাচনী কৌশল তৈরি করছে কংগ্রেস। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে দলটি মাত্র ৭৮টি আসন জিতেছিল। দলটির দাবি- এবার তারা ১৫০ আসনে জয়ী হবে।

রাজ্য কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার বলেছেন, দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজ্যে পরিণত হয়েছে কর্ণাটক। এবার নির্বাচনের জন্য ১৩ শতাধিক প্রার্থী আবেদন করেছেন। এরা সকলেই দলের মধ্যে প্রধান দাবিদার হলেও তাদের সবাইকে টিকিট দেওয়া সম্ভব নয়। শিবকুমার বলেন, রাজ্যে মাত্র ২২৪টি বিধানসভা আসন  রয়েছে। গত নির্বাচনে যারা টিকিট পাননি তাদের সবাইকে সুযোগ দেওয়া হবে। আমরা চাই তরুণ প্রজন্ম এবং আরও বেশি সংখ্যক নারীকে সুযোগ দেওয়া হোক বলেও মন্তব্য করেছেন কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার। 

পার্সটুডে/এমএএইচ/এমএআর/২০