২ হাজার বর্গকিলোমিটার চিন দখল করেছে, কী করে বুঝলেন? রাহুলকে সুপ্রিম কোর্ট
https://parstoday.ir/bn/news/event-i150922-২_হাজার_বর্গকিলোমিটার_চিন_দখল_করেছে_কী_করে_বুঝলেন_রাহুলকে_সুপ্রিম_কোর্ট
ভারতের সুপ্রিম কোর্ট বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর একটি মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেছেন, 'আপনি কীভাবে জানলেন যে ২০০০ বর্গকিলোমিটার ভারতীয় জমি চিন দখল করেছে? আপনি যদি একজন সত্যিকারের ভারতীয় হন... তাহলে আপনি এই সব বলবেন না।
(last modified 2025-08-04T12:31:47+00:00 )
আগস্ট ০৪, ২০২৫ ১৮:২৮ Asia/Dhaka
  • বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী
    বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী

ভারতের সুপ্রিম কোর্ট বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর একটি মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেছেন, 'আপনি কীভাবে জানলেন যে ২০০০ বর্গকিলোমিটার ভারতীয় জমি চিন দখল করেছে? আপনি যদি একজন সত্যিকারের ভারতীয় হন... তাহলে আপনি এই সব বলবেন না।

আজ সোমবার সুপ্রিমকোর্টে শুনানিকালে বিচারপতি দত্ত রাহুল গান্ধীর মন্তব্য সম্পর্কে এসব কথা বলেন।

২০২০ সালে গালওয়ান সংঘাতের পর রাহুল গান্ধী দাবি করেন, ভারতের ২ হাজার বর্গকিলোমিটার ভূখণ্ড দখল করে রেখেছে চিন। এছাড়াও অরুণাচল প্রদেশে ভারতীয় সেনাকে মারধর করছে চিনা সৈন্যরা।

সেই মন্তব্যের ভিত্তিতেই মানহানির মামলা দায়ের করা হয় রাহুল গান্ধীর বিরুদ্ধে। শুনানি চলাকালে রাহুলের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, সংবাদপত্রে যা ছাপা হয়েছে সেটাও যদি লোকসভার বিরোধী দলনেতা বলতে না পারেন তাহলে বিষয়টি খুব দুর্ভাগ্যজনক।

শুনানির সময় বিচারপতি দীপঙ্কর দত্ত এবং এজি মাসিহ  রাহুলকে তীব্র ভর্ৎসনা করে বলেন, আপনি কি ওখানে ছিলেন? কোনও প্রমাণ রয়েছে? প্রমাণ ছাড়াই এহেন মন্তব্য কেন করেছেন? তবে প্রচণ্ড তিরস্কার করলেও শেষ পর্যন্ত রাহুলকে রক্ষাকবচ দিয়েছে সুপ্রিম কোর্ট।

এদিকে, শীর্ষ আদালতের এমন মন্তব্যের পর লোকসভার বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দেওয়া উচিত রাহুলের, এমনটাই দাবি করেন বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা। কংগ্রেস সাংসদকে ‘চিনা গুরু’ বলে কটাক্ষ করেন বিজেপি নেতা অমিত মালব্যও। তবে রাহুলের তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।#

পার্সটুডে/জিএআর/৪