মার্চ ২৪, ২০২৩ ১৬:১১ Asia/Dhaka
  • ভারতে রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ বাতিল

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ বাতিল করা হয়েছে। আজ (শুক্রবার) লোকসভা সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে ওই তথ্য প্রকাশ্যে এসেছে।

গতকাল (বৃহস্পতিবার) গুজরাটের সুরাট আদালত তাকে একটি ফৌজদারি  মানহানির মামলায় দোষী সাব্যস্ত করে দু’বছরের কারাদণ্ড দেয়। কিন্তু মামলার শুনানি চলাকালে আদালত থেকে তিনি জামিন এবং ৩০ দিনের মধ্যে উচ্চতর আদালতে আপিল করার অনুমতি পেয়েছিলেন।

‘মোদী’ পদবি উল্লেখ করে আপত্তিকর মন্তব্যের দায়ে বৃহস্পতিবার গুজরাটের সুরাট জেলা আদালত রাহুল গান্ধীকে ২ বছরের জন্য কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল। তার ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করা  হয়েছে বলে জানা গেছে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে কর্ণাটকে প্রচারে গিয়ে রাহুল গান্ধী প্রশ্ন তুলেছিলেন, ‘সব চোরেদের পদবি ‘মোদী’ হয় কেন?’ আইপিএল দুর্নীতিতে অভিযুক্ত ললিত মোদী, ব্যাঙ্ক-ঋণ মামলায় ‘পলাতক’ নীরব মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা টেনেছিলেন তিনি। ওই ঘটনায় রাহুলের বিরুদ্ধে ‘পদবি অবমাননার’ অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় অপরাধমূলক মানহানির মামলা করেছিলেন গুজরাটে বিজেপি নেতা পূর্ণেশ মোদী। সেই মামলাতেই দোষী সাব্যস্ত হন এবং সাজার মুখে পড়েন রাহুল গান্ধী।    

রাহুল গান্ধী

রাহুল গান্ধীর সংসদ সদস্যপদ বাতিলের ঘটনায় দুঃখ প্রকাশ করে রাজস্থানের মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা অশোক গেহলট কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। অশোক গেহলট বলেন, রাহুল গান্ধী বিরোধীদের কণ্ঠস্বর এবং এখন এই স্বৈরাচারের বিরুদ্ধে আরও শক্তিশালী হবে।

তিনি বলেন, ‘রাহুল গান্ধীর লোকসভা সদস্যপদ বাতিল করা স্বৈরাচারের আরেকটি উদাহরণ। রাহুল গান্ধী দেশের কন্ঠস্বর যিনি এখন এই স্বৈরাচারের বিরুদ্ধে আরও শক্তিশালী হবেন।’

কংগ্রেসের সিনিয়র নেতা অশোক গেহলট।

‘ভারত জোড়ো পদযাত্রার সময়ে রাহুল গান্ধী মূল্যস্ফীতি, বেকারত্ব, দুর্নীতি ও সহিংসতার প্রসঙ্গ তুলে ধরেছিলেন। সেসব বিষয়ে গুরুত্ব না দিয়ে বিজেপি সরকার রাহুলের বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপ নিচ্ছে’ বলেও মন্তব্য করেছেন রাজস্থানের  মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা অশোক গেহলট।

কংগ্রেস জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, বিজেপি তাকে অযোগ্য ঘোষণা করার সব রকম চেষ্টা করেছে। আমরা সত্য বলতে থাকব। আমরা  (শিল্পপতি আদানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে) যৌথ সংসদীয় কমিটির বা ‘জেপিসি’র মাধ্যমে তদন্তের দাবি অব্যাহত রাখব। প্রয়োজনে গণতন্ত্র বাঁচাতে জেলে যাব।    

কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে রাহুল গান্ধী প্রতিনিয়ত দেশের জন্য রাজপথ থেকে সংসদ পর্যন্ত লড়াই করে যাচ্ছেন, গণতন্ত্রকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। সব ষড়যন্ত্র সত্ত্বেও তিনি যে কোনো মূল্যে এই লড়াই চালিয়ে যাবেন এবং এ ব্যাপারে ন্যায়সঙ্গত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও কংগ্রেসের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/২৪

ট্যাগ