কর্নেল সোফিয়া কুরেশির পরিবার হাজির ছিল
অপারেশন সিঁদুরের পর গুজরাটে প্রথম মোদির রোড শো
পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের পর প্রথমবার গুজরাটের মাটিতে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ(সোমবার) সকালে ভাদোদরা বিমানবন্দর থেকে বিমানবাহিনীর স্টেশন পর্যন্ত তিনি রোড শো করেন। সেখানেই উপস্থিত ছিলেন কর্নেল সোফিয়া কুরেশির পরিবার। মোদিকে স্বাগত জানাতে রাস্তার দু'ধারে উপচে পড়া ভিড় ছিল। বেশিরভাগ মানুষের হাতেই ছিল জাতীয় পতাকা।
মোদির রোড শো-তে উপস্থিত ছিলেন কর্নেল কুরেশির বাবা তাজ মহম্মদ, মা হালিমা কুরেশি, বোন সাইনা সনসরা এবং ভাই সঞ্জয় কুরেশি। সাংবাদিকদের সঙ্গে তাজ বলেন, 'আমরা গর্বিত প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে দেখা করেছেন। সোফিয়া এখন দেশের মেয়ে। সে তার কাজ সফলভাবে সম্পন্ন করেছে।' অপারেশন সিঁদুরের প্রশংসা করে কর্নেল কুরেশির মা হালিমা বলেন, 'আমাদের বোনেদের মাথার সিঁদুর কেড়ে নিয়েছিল সন্ত্রাসীরা। এই অপারেশন তারই প্রতিশোধ।'
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোফিয়ার বোন সনসরা বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারা গর্বের বিষয়। মোদি নারীর ক্ষমতায়নের জন্য অনেক কিছু করেছেন। সোফিয়া আমার যমজ বোন। যখন আমার বোন দেশের জন্য কিছু করে, তখন তা কেবল আমাকেই নয়, অন্যদেরও অনুপ্রাণিত করে। সে এখন আর শুধু আমার বোন নয়, দেশেরও বোন।”
পহেলগাঁও সন্ত্রাসী হামলার জবাবে গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসীদের আস্তানায় হামলা চালিয়েছিল ভারতীয় সেনা। সেই হামলার পর সাংবাদ সম্মেলন করে গোটা দেশকে অপারেশন সিঁদুরের বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন কর্নেল সোফিয়া কুরেশি ও বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিং। অপারেশ সিঁদুরের বিফ্রিংয়ে দুই মহিলা কর্মকর্তাকে সামনে এনে দেশের নারীশক্তিকে তুলে ধরার পাশাপাশি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছিল গোটা বিশ্বকে।#
পার্সটুডে/জিএআর/২৬