মার্চ ৩০, ২০২৩ ১৮:২৭ Asia/Dhaka
  • ধরনা মঞ্চ থেকে বিজেপিকে হুঁশিয়ারি  মমতার
    ধরনা মঞ্চ থেকে বিজেপিকে হুঁশিয়ারি মমতার

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারকে কটাক্ষ করে বলেছেন, বাংলার লোকেরা মাথানত করতে জানে না, বিজেপি আমাদের কাঁচকলা করবে।

তিনি আজ (বৃহস্পতিবার) বিকেলে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে ধর্না মঞ্চে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী মমতা গতকাল (বুধবার) থেকে দু’দিনের ধর্না-অবস্থান কর্মসূচি  পালন করছেন।

মমতা কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, ‘আমরা লড়াই করে এখানে দাঁড়িয়ে আছি। আপনাদের দয়ায় নয়। বিজেপির মাস্তানদের দয়ায় নয়। মানুষের দয়ায়। মানুষ আমার পাহারাদার। মানুষ আমাদের নেতা। মানুষই আমাদের ত্রাতা। আমি বিজেপিকে ডোন্টকেয়ার করি।’

বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যের দুর্নীতির কথা তুলে ধরে মমতা আজ বলেন, ‘ত্রিপুরায় দশ হাজার শিক্ষকের চাকরি গেছে, বিজেপি একজনকেও দিতে পারেনি। এখানে তো রোজ রোজ কারও না কারও বাড়ি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘ইডি-সিবিআই’ঢোকাচ্ছ! যেন বিজেপির কোলের ছেলে, দোলাও দোলাও দোলাও আমার হৃদয়। ব্যাপম কেসে মধ্যপ্রদেশে কেলেঙ্কারির আজ পর্যন্ত কোনও বিচার হল না। ৫০ জনের বেশি লোক যারা তদন্ত করতে গেছে তাদের মার্ডার করে দেওয়া হয়েছে! আজ যদি এ জিনিস বাংলায় হতো, তাহলে কী করতেন? লাঠি-গুলি-বোমা নিয়ে বদনাম করে বেড়াতেন। কিছুই হল না, একটা চকলেট বমা ফাটলেও জাতীয় তদন্তকারী সংস্থা ‘এনআইএ’কে পাঠিয়ে দিচ্ছে বংলায়।’

বিজেপি নেতাদের সমালোচনা করে মমতা বলেন, ‘সব পার্টি চোর, আর তোমরা সাধু? যেন জমিদারি চলছে! বিজেপি ঠিক সামন্ত জমিদারের মতো। বিজেপির বিরুদ্ধে কেউ কিছু বললে তাকে কারাগারে নিক্ষেপ করা হয়, তাকে হাউস (সংসদ) থেকে বহিষ্কার করা হয়, ‘ইডি’কে পাঠিয়ে দেয়, ‘সিবিআই’কে পাঠিয়ে দেয়। কত সৎ পার্টি ভাই, কী সৎ পার্টি’ বলেও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/৩০     

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ