বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ইফতার পার্টি, বয়কট বিজিপির!
(last modified Sat, 08 Apr 2023 06:21:43 GMT )
এপ্রিল ০৮, ২০২৩ ১২:২১ Asia/Dhaka
  • মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনে আয়োজিত ইফতার মজলিশ
    মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনে আয়োজিত ইফতার মজলিশ

ভারতের বিহারে মুখ্যমন্ত্রী ও জেডিইউ নেতা নীতিশ কুমারের ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। গতকাল (শুক্রবার) সন্ধ্যায় অনুষ্ঠিত ওই ইফতার মজলিশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকলেও হিন্দুত্ববাদী ‘বিজেপি’র কোনও প্রতিনিধি এতে শামিল হননি।

বিহারে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ইফতার পার্টি  দেওয়ার চলন রয়েছে। আরজেডি নেতা ও বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব  সামাজিক যোগাযোগ মাধ্যমে  জানিয়েছেন, তিনি ৯ এপ্রিল অর্থাৎ রোববার একটি ইফতার পার্টির আয়োজন করেছেন। বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও আরজেডি নেত্রী রাবড়ি দেবীর বাসভবনে ইফতার মজলিশ অনুষ্ঠিত হবে ১৩ এপ্রিল। অন্যদিকে, সাবেক মুখ্যমন্ত্রী ও ‘হিন্দুস্তানি আওয়াম মোর্চা  (সেক্যুলার)’ নেতা জিতনরাম মাঝি ইফতার দেবেন আগামি ১৬ এপ্রিল।

 গতকাল (শুক্রবার) ইফতার পার্টির আয়োজন করেন বিহারের  মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এ সময় বিপুল সংখ্যক রোজাদার উপস্থিত হন। মুখ্যমন্ত্রীর বাসভবনে আয়োজিত ওই ইফতার মজলিশে উপমুখ্যমন্ত্রী ও ‘আরজেডি’ নেতা তেজস্বী যাদব, রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ‘হিন্দুস্তানি  আওয়াম মোর্চা  (সেক্যুলার)’ নেতা জিতন রাম মাঝি, কংগ্রেস বিধায়ক শাকিল আহমদ খান ও অন্য নেতারা শামিল হয়েছিলেন। 

মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনে আয়োজিত ইফতার মজলিশ বয়কট করেছে হিন্দুত্ববাদী বিজেপি। বিহার বিধানসভায়  বিরোধী দলের নেতা বিজয় কুমার সিনহা  বলেছেন, বিহার সহিংসতায় জ্বলছে। আইনশৃঙ্খলা শেষ । অন্যদিকে, মুখ্যমন্ত্রী ইফতার পার্টি দিচ্ছেন!  এমন ইফতার পার্টিতে আমরা শামিল হতে চাই না। 

এর আগে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার পাটনার ফুলওয়ারিশরিফে আয়োজিত একটি ইফতার মজলিশে শামিল হয়েছিলেন। সেখানে দিল্লির ঐতিহাসিক  লাল  কেল্লার  একটি  ব্যানার লাগানো হয়। বিজেপি রামনবমীর মিছিলকে কেন্দ্র করে সম্প্রতি  বিহার শরীফ এবং সাসারামে সহিংসতার মধ্যে  মুখ্যমন্ত্রী নীতীশের ইফতার এবং ওই ব্যানারের জন্য  নীতীশকে নিশানা করেছিল। নীতীশ কুমারকে কটাক্ষ করে বিজেপির বিহারের সভাপতি সম্রাট চৌধুরী বলেন, রোম জ্বলছিল আর নিরো বাঁশি বাজাচ্ছিল। একই অবস্থা বিহারেও। তিনি বলেন, নীতীশ কুমার এখন বুড়ো হয়ে গেছেন, তিনি কিছুই সামলাতে পারছেন না।

বিরোধীদলীয় নেতা বিজয় কুমার সিনহা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে তোষণের অভিযোগ এনে বলেন, দাঙ্গার ক্ষেত্রে একতরফা ব্যবস্থা নেওয়া হচ্ছে।অন্যদিকে, নীতিশ কুমার বলেন, কিছু লোক ইচ্ছাকৃতভাবে উভয় জায়গায় গণ্ডগোল করেছে। সে কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়।  ইফতার পার্টি সম্পর্কে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেন, ২০১৭ সাল থেকে এখানে ইফতার পার্টি হচ্ছে। মাঝখানে দু’বছর করা যায়নি করোনার  কারণে। বিজেপি যখন আমার সঙ্গে ছিল, তখন কী ইফতার পার্টি হতো না? ওরাও ইফতার দিয়েছে। ওদের সঙ্গে বিচ্ছেদের পর তারা এখন কী বলছে?  নীতিশ কুমারের জেডিইউ দল আগে বিজেপির সঙ্গে জোটে ক্ষমতায় ছিল। পরবর্তীতে বিজেপি জোট ত্যাগ করে আরজেডি-কংগ্রেস ও অন্য দলের সঙ্গে জোট করে সরকার চালাচ্ছেন নীতিশ কুমার।   #

পার্সটুডে/এমএএইচ/আমির/০৮  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।