কাশ্মীরে অনুষ্ঠিত হবে জি-২০ সম্মেলন
অবৈধ দখলদারিত্ব চিরস্থায়ী করার জন্য দিল্লির এই সিদ্ধান্ত: পাকিস্তান
-
কাশ্মীরের শ্রীনগরে দায়িত্বরত ভারতীয় সেনা
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে শিল্পোন্নত ২০টি দেশের সংগঠন জি-টুয়েন্টির বিভিন্ন বৈঠক ও সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার। এর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান।
গতকাল (মঙ্গলবার) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানিয়ে বলেছে, গোলযোগপূর্ণ ও বিতর্কিত এলাকায় আন্তর্জাতিক এসব অনুষ্ঠানের ভেনু নির্বাচিত করায় পাকিস্তান তার নিন্দা জানাচ্ছে।
বিবৃতিতে বলা হয়েছে, "জম্মু ও কাশ্মীরে অবৈধ দখলদারিত্ব চিরস্থায়ী করার লক্ষ্যে ভারত নিজেই এই দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ নিতে যাচ্ছে।"
ভারত বর্তমানে জি-টুয়েন্টির সভাপতি এবং দেশটিতে বিভিন্ন রকমের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। গত শুক্রবার নয়া দিল্লি জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠান পর্যন্ত বিভিন্ন বৈঠকের স্থান ও সময়সূচি ঘোষণা করেছে। এরমধ্যে কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর, লেহ এবং লাদাখ অঞ্চলে জি টুয়েন্টি শীর্ষ সম্মেলন এবং ইয়ুথ টুয়েন্টির বৈঠক অনুষ্ঠিত হবে।
১৯৪৭ সাল থেকে কাশ্মীর অঞ্চল ভারত এবং পাকিস্তানের মধ্যে বিভক্ত। দুই দেশই পুরো কাশ্মীরের মালিকানা দাবি করে থাকে এবং এ নিয়ে দুই পক্ষের মধ্যে তিনবার যুদ্ধ হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/এমএআর/১২