বিজেপি ও আরএসএস ভারতে ঘৃণা ও সহিসংতা ছড়াচ্ছে: রাহুল গান্ধী
https://parstoday.ir/bn/news/india-i122054-বিজেপি_ও_আরএসএস_ভারতে_ঘৃণা_ও_সহিসংতা_ছড়াচ্ছে_রাহুল_গান্ধী
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেছেন, বর্তমানে সারা ভারতে বিজেপি ও আরএসএসের লোকেরা গণতন্ত্রের ওপর আক্রমণ করছে। বিজেপি ও আরএসএস ভারতে ঘৃণা ও সহিংসতা ছড়াচ্ছে।
(last modified 2025-10-11T13:22:26+00:00 )
এপ্রিল ১৭, ২০২৩ ১৫:০৯ Asia/Dhaka
  • কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী (ফাইল ফটো)
    কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী (ফাইল ফটো)

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী বলেছেন, বর্তমানে সারা ভারতে বিজেপি ও আরএসএসের লোকেরা গণতন্ত্রের ওপর আক্রমণ করছে। বিজেপি ও আরএসএস ভারতে ঘৃণা ও সহিংসতা ছড়াচ্ছে।

কর্ণাটক বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাহুল গান্ধী আজ (সোমবার) কর্ণাটকের বিদার জেলায় একটি সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ সংক্রান্ত মন্তব্য করেন।রাহুল গান্ধী বলেন, ‘ভারতে যদি প্রথমবারের মতো কেউ গণতন্ত্রের পথ দেখিয়ে থাকেন, তা হলেন বাসভান্নাজি। আজ সারা ভারতে আরএসএস-বিজেপির লোকেরা গণতন্ত্রের ওপর হামলা চালাচ্ছে। আরএসএস-বিজেপির লোকেরা ভারতে ঘৃণা ও সহিংসতা ছড়িয়ে বাসভান্নাজির চিন্তাধারাকে আক্রমণ করছে।’

তিনি এ সময়ে জনগণকে প্রতিশ্রুতি দেন, রাজ্যে যিনিই মুখ্যমন্ত্রী হবেন তিনি তাদের দেওয়া প্রতিশ্রুতি প্রথম দিনেই পূরণ করবেন। কিন্তু তিনি মুখ্যমন্ত্রী কে হবেন তা প্রকাশ করেননি। রাজ্যে দলের জয় সম্পর্কে জোরালো আশাবাদ ব্যক্ত করেছেন কংগ্রেসের নেতারা। প্রসঙ্গত, কর্ণাটক কংগ্রেসের দুই সিনিয়র নেতা ডিকে শিবকুমার এবং সিদ্দারামাইয়ার মধ্যে মুখ্যমন্ত্রী হওয়ার প্রতিযোগিতা চলছে।

রাহুল গান্ধী আজ কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য জনগণের কাছে আবেদন জানানোর পাশাপাশি রাজ্যে ক্ষমতাসীন বিজেপি সরকারকে নিশানা করে বলেন, এই কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলকে ১৫০টি আসন দিন। আমাদের ৪০ শতাংশের সরকারকে সরাতে হবে এবং ৪০ শতাংশ কমিশন নেওয়াদের মাত্র ৪০টি আসন দিতে হবে।

তিনি বলেন, কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানায় যে কর্ণাটকে ৪০ শতাংশ কমিশন নেওয়া হচ্ছে। কিন্তু চিঠির জবাব পর্যন্ত দেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫ লাখ টাকা ব্যাঙ্ক একাউন্টে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কংগ্রেস তার মতো মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। কর্ণাটক নির্বাচনে আমরা যা বলব, প্রথম মন্ত্রিসভায় সেই কাজগুলো করব। আমরা কোটিপতিদের প্রতিশ্রুতি দিই না। কংগ্রেস সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দেয় বলেও মন্তব্য করেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/১৭