নাম না করে শুভেন্দুকে নাকখত দিতে বললেন মমতা
(last modified Wed, 19 Apr 2023 11:24:24 GMT )
এপ্রিল ১৯, ২০২৩ ১৭:২৪ Asia/Dhaka
  • নাম না করে শুভেন্দুকে নাকখত দিতে বললেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর নাম না করে মিথ্যা অপপ্রচার চালানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নাকখত দিতে বলেছেন। একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৪ বার ফোন করার প্রমাণ দিলে মুখ্যমন্ত্রী ইস্তফা দেবেন বলে জানিয়েছেন।

আজ (বুধবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় বিজেপি সরকারের কাজকর্ম, বিজেপিশাসিত রাজ্যে দুর্নীতি ইত্যাদি ইস্যুতে মমতা তীব্র সমালোচনা করেন।  গতকাল (মঙ্গলবার) হুগলির সিঙ্গুরে সভা করেন  বিজেপি নেতা শুভেন্দু  অধিকারী। সেখান থেকে তিনি চাঞ্চল্যকর  দাবি করে বলেন, ‘জাতীয় দলের মর্যাদা ফেরানোর জন্য চার বার ফোন করে অনুরোধ করেছিলেন মমতা, কিন্তু প্রত্যাখ্যান করেছেন অমিত শাহ।’

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর দাবি সম্পর্কে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের কাছে অনুরোধ থাকবে, কেউ কিছু একটা বলল আর অমনি টিভিতে চালিয়ে দিলেন, কাগজে লিখে দিলেন! কিন্তু একবারও কী ক্রস চেক  করার প্রয়োজন মনে করেছেন? যেটা বলছে সেটা সত্যি কী না? প্লিজ এটা করবেন না। কেউ কেউ মিথ্যে কথা বলে বদনাম তো করছেই। তার পর যখন সত্যিটা বেরোচ্ছে, তখন এক লাইন খবর মাত্র। তার মানে কী মানুষের কাছে তৃণমূল কংগ্রেস সম্পর্কে একটা ভুল বার্তা দিচ্ছে বিজেপি, পরিকল্পিতভাবে। এবং কিছু মিডিয়ার সাহায্যে। মিডিয়া ট্রায়ালের সাহায্যে।’

মমতা বলেন, ‘গতকাল আশ্চর্যজনকভাবে কিছু মিথ্যাচার, ধ্বংসাত্মক কথাবার্তা বিজেপির একটি মিটিং থেকে শুনছিলাম। আপনারা সবাই সেটা টিভিতে দেখিয়েছেন। আমার বিরুদ্ধে দেখালেন, বদনাম করলেন। কিন্তু আমাকে একবারও জিজ্ঞেস করেছেন, আমার অফিসকে জিজ্ঞেস করেছেন? কোন একজন ভুঁইফোঁড় নেতা জনসভায় বলছেন, তৃণমূল কংগ্রেসের জাতীয় পার্টির মর্যাদা চলে যাওয়ার পর আমি নাকি ওদের যিনি সবচেয়ে বড় নেতা ‘শাহজী’ তাকে নাকি আমি চার বার ফোন করেছি! এটা আপনারা সারাক্ষণ কাল টিভিতে দেখিয়েছেন, আজকে কোনও কোনও কাগজে তা লেখা হয়েছে। আপনারা কী আমার কাছে ক্রস চেক করেছেন? সত্যিই আমি ফোন করেছি কী না?’

মমতা বলেন, ‘ আমি তার (স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ) পদত্যাগ চেয়েছি। সংবিধানকে চক্রান্ত করে ভাঙবার জন্য। সাংবিধানিক পদটাকে, ফেডারেল  কাঠামোকে গায়ের জোরে ভাংবার জন্য। তার কথাবার্তা, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী সুলভ আচরণ নয়, সংবিধান সম্মত নয়, সেজন্য তার পদত্যাগ দাবি করেছি এই পর্যন্ত। আমি তাকে চার বার ফোন করেছি একথা যিনি বলেন, তাকে জনগণের কাছে নাকখত দেওয়া উচিত। আর আমি যদি ফোন করে থাকি তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবো। আর যদি তারা মিথ্যে কথা বলে আপানাদের দিয়ে প্রচার করিয়ে থাকে মিথ্যে কথা, তাহলে বলুন, যারা করিয়েছে এবং যারা করেছে আপনারা কী এজন্য নাকখত দেবেন? না পদত্যাগ করবেন? না আপানাদের নেতারা পদত্যাগ করবে?’ আগামী ২০২৪ সালের নির্বাচনে বিজেপি জিতবে না, তারা ক্ষমতায় আসবে না বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। #       

পার্সটুডে/এমএএইচ/ এমবিএ /১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ