তৃণমূলকে কটাক্ষ সিপিএম নেতার
যার মাথায় দিদির হাত, সে খাবে জেলের ভাত: সুজন চক্রবর্তী
ভারতের পশ্চিমবঙ্গে সিপিএমের সিনিয়র নেতা সুজন চক্রবর্তী বলেছেন, ‘যার মাথায় দিদির হাত, সে খাবে জেলের ভাত।’
নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল বিধায়ক তাপস সাহাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘সিবিআই’ কর্মকর্তাদের দীর্ঘক্ষণ জেরা প্রসঙ্গে কটাক্ষ করে তিনি আজ (রোববার) ওই মন্তব্য করেন। সিবিআইয়ের জেরা প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী কটাক্ষ করে বলেন, ‘বদনাম হলেও নাম তো হলো। এতে তৃণমূলের ব্যক্তিত্বের গুণাবলী বাড়িয়ে দিল। ও তো খুশি, ও তো বলেছে, আমার মাথায় ‘দিদি’র (মুখ্যমন্ত্রী মমতা) হাত থাকলেই চলবে। আর কিছু আমার দরকার নেই। দিদির হাত ওর মাথায় আছে। যার মাথায় দিদির হাত, সে খাবে জেলের ভাত।’
গত (শুক্রবার) বিকেলের দিকে বিধায়ক তাপস সাহার বাড়িতে হানা দেয় সিবিআইয়ের একটি দল। তারপর থেকে একটানা তল্লাশি চালানো হয় তার বাড়িতে। গতকাল (শনিবার) সকাল ৬টা নাগাদ তল্লাশি অভিযান শেষ করে তার বাড়ি থেকে বেরিয়ে যান সিবিআই কর্মকর্তারা। এরপর সন্ধ্যায় বিধায়কের বাড়িতে খাওয়া দাওয়ার ব্যাপক আয়োজন করা হয়। এ নিয়ে কটাক্ষ করেছেন বিরোধীরা।
বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন, ‘আসল কথা, ভেবেছিল যে, গ্রেফতার আজকে হবে। সেটা হয়নি সেজন্য শেষ খাওয়াটা খেয়ে নিচ্ছে। কারণ জেলখানায় তো আর ভুরিভোজ হতে পারবে না। মানুষকে দেখাচ্ছে, কিছু হয়নি, ঘাবড়ানোর কোনও কারণ নেই। এরপরে জেলে গিয়ে মাংসভাত খাওয়ার ব্যাপার থাকবে না। সেজন্য আমি মনে করি শেষ খাওয়া বাড়িতে ভুরিভোজ করে খেয়ে নিচ্ছে।’
অন্যদিকে, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, ‘একজনের বাড়িতে সিবিআই গেছিল। সেখানে যদি দলীয় কর্মী-সমর্থকরা খাওয়া দাওয়া করেও থাকেন, এরমধ্যে আমি রাজনীতি কিছু দেখতে পাচ্ছি না।’
স্কুলে ও সরকারি দফতরে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে টাকা তোলার অভিযোগে বিধায়ক তাপস সাহা ঘনিষ্ঠ প্রবীর কয়ালসহ তিন জনকে আগেই গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের দুর্নীতিদমন শাখা। প্রবীর এখন জামিনে মুক্ত। প্রবীর কয়ালের দাবি, চাকরির জন্য নানা জন তাকে টাকা দিত। তিনি তা বিধায়কের বাড়িতে পৌঁছে দিতেন। ৩০/৪০ জনের থেকে প্রায় দেড় কোটি টাকা তিনি তাপসকে তুলে দিয়েছেন বলে দাবি। বিনিময়ে তাপস তাকে ৪২ লাখ টাকা দেন। বিধায়ক তাপস সাহা অবশ্য আগাগোড়া প্রবীর কয়ালের এ সব দাবি অস্বীকার করে এসেছেন। তিনি বলেছেন, কে কোথায় কী বলল, তাতে আমার কিছু যায় আসে না। ও একটা ঠগ। আমার যে সম্মান ছিল, ওর জন্য তা নষ্ট হয়ে গেছে। তিনি কোনও দুর্নীতিতে যুক্ত নন বলেও দাবি বিধায়ক তাপস সাহার।#
পার্সটুডে/এমএএইচ/জিএআর/২৩