কর্ণাটক সরকার আপনাদেরকে নির্লজ্জ ও নির্দয়ভাবে লুট করেছে: প্রিয়াঙ্কা গান্ধী
ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, কর্ণাটকের ৪০ শতাংশ কমিশনের সরকার আপনাদেরকে নির্লজ্জ ও নির্দয়ভাবে লুট করেছে।
বিজেপিশাসিত কর্ণাটকে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে মহীশূরে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে তিনি আজ (মঙ্গলবার) রাজ্য সরকারকে নিশানা করে ওই মন্তব্য করেন। প্রিয়াঙ্কা বলেন, ‘এই সরকার কর্ণাটকের জনগণের অধিকার হরণ করেছে। এখানে ৪০ শতাংশ কমিশনের সরকার চলছে। এখানকার মানুষ এই রাজ্য তৈরি করেছে, কিন্তু বিজেপি সরকার তা ধ্বংস করতে ব্যস্ত।’
কর্ণাটকে আগামী ১০ মে বিধানসভা নির্বাচনের আগে, প্রিয়াঙ্কা প্রথমবারের মতো রাজ্য সফরে এসেছেন। প্রিয়াঙ্কা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মতো কর্ণাটকের বিজেপি সরকারকে ৪০ শতাংশ কমিশনের সরকার হিসেবে উল্লেখ করেছেন। এর আগে গত (রোববার) রাহুল গান্ধী কর্ণাটক সরকার সম্পর্কে বলেছিলেন, ‘রাজ্যের বিজেপি সরকার দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার। তারা যে কোনও কাজের জন্য কমপক্ষে ৪০ শতাংশ কমিশন নেয়। এই প্রথম ঠিকাদার ইউনিয়ন প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিল যে কর্ণাটকে ৪০ শতাংশ কমিশন নেওয়া হচ্ছে। কিন্তু চিঠির জবাব দেননি প্রধানমন্ত্রী।’
প্রিয়াঙ্কা বলেন, ‘দুর্নীতির কারণে ঠিকাদার আত্মহত্যা করেছে, পুলিশ নিয়োগে দুর্নীতি হয়েছে, সব ধরনের দুর্নীতি হয়েছে। এর বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হলেও কিছুই হয়নি।’তিনি বলেন, ‘নিয়োগে দুর্নীতি হয়েছে, পুলিশ নিয়োগে দুর্নীতি হয়েছে, কিন্তু কোথাও কোনও দোষী ধরা পড়েনি, কারণ দুর্নীতিতে জড়িত বেশিরভাগ লোকই বিজেপির সাথে যুক্ত। আপনারা নিশ্চয়ই পড়েছেন যে, বিজেপি বিধায়কের ছেলের কাছ থেকে ৮ কোটি টাকা নগদ পাওয়া গেছে, কিন্তু কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এই লোকেরা কাউকে রেহাই দেয়নি। স্কুলকে রেহাই দেয়নি, কোভিড রোগীদের রেহাই দেয়নি, যেখানে সুযোগ পেয়েছে সেখানেই লুট করেছে। কর্ণাটক থেকে ১.৫ লাখ কোটি টাকা লুট করা হয়েছে বলে জানা গেছে।’
তিনি বলেন, ‘আমি গর্বিত যে কংগ্রেস পার্টি সিদ্ধান্ত নিয়েছে, কর্ণাটকের মহিলারা প্রত্যেক মাসে ২ হাজার টাকা পাবেন। আর এই টাকা সরাসরি চলে যাবে আপনার অ্যাকাউন্টে। কারণ, নারীরাই সমাজ, দেশ ও রাষ্ট্রের ভবিষ্যৎ তৈরি করে’ বলেও মন্তব্য করেছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।#
পার্সটুডে/এমএএইচ/জিএআর/২৫