কর্ণাটকে উসকানিমূলক বক্তব্যের অভিযোগে অমিত শাহের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করল কংগ্রেস
(last modified Thu, 27 Apr 2023 11:41:52 GMT )
এপ্রিল ২৭, ২০২৩ ১৭:৪১ Asia/Dhaka
  • অমিত শাহ
    অমিত শাহ

ভারতে বিজেপিশাসিত কর্ণাটকে উসকানিমূলক বক্তব্যের অভিযোগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। রাজ্যটিতে আগামী ১০ মে বিধানসভা নির্বাচন হবে। ফল ঘোষণা হবে ১৩ মে।

আজ (বৃহস্পতিবার) কংগ্রেস নেতা রণদীপ সিং সূর্যেওয়ালা, ড. পরমেশ্বর এবং কর্ণাটক কংগ্রেস প্রধান ডিকে শিবকুমার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্য বিজেপি নেতাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন৷ বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায় দায়ের করা অভিযোগে অমিত শাহের বিরুদ্ধে কর্ণাটকে তার সাম্প্রতিক সমাবেশগুলোতে উত্তেজক বক্তব্য দেওয়ার, শত্রুতা ও ঘৃণা প্রচার এবং বিরোধীদের মানহানি করার অভিযোগ আনা হয়েছে।

হিন্দুত্ববাদী বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর কর্ণাটক কংগ্রেসের প্রধান ডিকে শিবকুমার বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কংগ্রেস ক্ষমতায় এলে সাম্প্রদায়িক দাঙ্গা হবে। তিনি এটা কীভাবে বলতে পারেন? আমরা ভারতের নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছি।’

রণদীপ সিং সূর্যেওয়ালা

কংগ্রেস নেতা রণদীপ সিং সূর্যেওয়ালা বলেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী যদি মিথ্যা বিবৃতি দেন যা ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে সংঘাত সৃষ্টি করতে পারে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষা করবে কে? আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি।’

কংগ্রেস বলেছে, অমিত শাহের দেওয়া বক্তব্য মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগে পরিপূর্ণ ছিল, যার স্পষ্ট উদ্দেশ্য ছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং সমবেত জনতা ও দর্শকদের মধ্যে সাম্প্রদায়িক ভেদাভেদের পরিবেশ সৃষ্টির চেষ্টা করা।

কংগ্রেস নেতারা অভিযোগের সাথে কথিত বিদ্বেষমূলক বক্তব্যের একটি ভিডিও লিঙ্কও সংযুক্ত করেছেন। অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ৫০৫(২), ১৭১ জি এবং ১২০বি ধারা উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, অমিত শাহ আগামী ১০ মে অনুষ্ঠিতব্য কর্ণাটক বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির তারকা প্রচারক হিসেবে বিভিন্ন জায়গায় সমাবেশ করছেন।

হিন্দুত্ববাদী বিজেপি কর্ণাটক বিধানসভা নির্বাচনে জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে, প্রধান বিরোধীদল কংগ্রেসও রাজ্যটিতে জয় সম্পর্কে জোরালো আশাবাদ ব্যক্ত করেছে। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২৭   

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ