কাশ্মীরে মুসলিম যোদ্ধাদের বিরুদ্ধে লড়তে হিন্দু গেরিলাদেরকে অস্ত্র দিচ্ছে সরকার
https://parstoday.ir/bn/news/india-i122546-কাশ্মীরে_মুসলিম_যোদ্ধাদের_বিরুদ্ধে_লড়তে_হিন্দু_গেরিলাদেরকে_অস্ত্র_দিচ্ছে_সরকার
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে স্বাধীনতাকামী মুসলিম যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করার জন্য স্থানীয় গ্রামীণ হিন্দু গেরিলাদেরকে অস্ত্র সরবরাহ করছে বিজেপি সরকার। ফরাসি বার্তা সংস্থা এএফপি গতকাল (শুক্রবার) এই খবর দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৯, ২০২৩ ১৪:০৮ Asia/Dhaka
  • কাশ্মীরে মুসলিম যোদ্ধাদের বিরুদ্ধে লড়তে হিন্দু গেরিলাদেরকে অস্ত্র দিচ্ছে সরকার

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে স্বাধীনতাকামী মুসলিম যোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করার জন্য স্থানীয় গ্রামীণ হিন্দু গেরিলাদেরকে অস্ত্র সরবরাহ করছে বিজেপি সরকার। ফরাসি বার্তা সংস্থা এএফপি গতকাল (শুক্রবার) এই খবর দিয়েছে।

সরকারের কাছ থেকে এভাবে অন্তত পাঁচ হাজার গ্রামবাসী অস্ত্র পেয়েছে। ‘অল হিন্দু মিলিশিয়া’ ইউনিটে নাম লেখানো ও অস্ত্র হাতে পাওয়া সঞ্জিত কুমার নামে এক সরকারি চাকরিজীবী জানান, এরই মধ্যে তিনি ভারতীয় সেনাবাহিনীর মাধ্যমে প্রশিক্ষণ নিয়েছেন। সঞ্জিত কুমার জানান, “দেশের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করবে সেই তার লক্ষ্যবস্তুতে পরিণত হবে”।

এএফপি বলছে, গ্রাম প্রতিরক্ষা বাহিনী নামে ভারত সরকারের গঠন করা নতুন মিলিশিয়া ইউনিট গত বছর থেকে কাজ শুরু করে। তবে স্থানীয় মুসলমানদের আশঙ্কা, হিন্দুদের সশস্ত্র এ তৎপরতায় কাশ্মীর সংকট আরো মারাত্মক আকার ধারণ করবে। একটি সম্প্রদায়ের তরুণ-যুবকদের মধ্যে এভাবে অস্ত্র ছড়িয়ে দেয়া কারো জন্য ভালো হবে না বলে স্থানীয় মুসলিমরা মনে করছেন। এতে উত্তেজনা আরো বাড়বে বলে তাদের ধারণা।

১৯৪৮ সালে ভারত ও পাকিস্তান সৃষ্টির পর থেকে কাশ্মীর নিয়ে এ পর্যন্ত দুদেশের মধ্যে অন্তত তিনবার যুদ্ধ হয়েছে। দুই দেশই পুরো কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে আসছে। এ অবস্থায় কাশ্মীরে বেশ কয়েকটি মুসলিম স্বাধীনতাকামী সংগঠন গড়ে উঠেছে। মুসলিম অধ্যুষিত জম্মু-কাশ্মীর অঞ্চলে ভারত সরকার প্রায় পাঁচ লাখ সেনা মোতায়েন করে রেখেছে।

ভারতের হিন্দু জাতীয়তাবাদী সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কয়েক দশকের এই স্বাধীনতাকামী সংগঠনগুলোর আন্দোলন বন্ধের চেষ্টা করছেন। এজন্য তিনি ২০১৯ সালে কাশ্মীরের স্বায়ত্তশাসনের বিশেষ মর্যাদা বাতিল করেছেন এবং এখন সেনাবাহিনীর পাশাপাশি হিন্দু মিলিশিয়া বাহিনী গঠন করলেন।#

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৯