মে ১১, ২০২৩ ১৮:১৯ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গে রামনবীতে সহিংসতা ইস্যুতে ৬টি মামলা দায়ের

ভারতের পশ্চিমবঙ্গে রামনবীতে সহিংসতা ইস্যুতে ৬টি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা ‘এনআইএ’।

এর আগে কোলকাতা হাইকোর্ট রামনবীতে সহিংসতা ইস্যুতে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই মত আজ ৬ টি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এনআইএ। শিবপুর এবং শ্রীরামপুরের ক্ষেত্রে ৪টি মামলা এবং রিষড়া ও ডালখোলার ক্ষেত্রে ২ টি মামলা রুজু করা হয়েছে। বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। 

এ প্রসঙ্গে আজ (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘এনআইকে যেহেতু আদালত দায়িত্ব দিয়েছে, সেজন্য তারা মামলা রুজু করতেই পারে। কিন্তু বিষয় হচ্ছে সেটা ক্তক্ষন নিরপেক্ষ থাকবে সেটাই হচ্ছে বড় প্রশ্ন। তার কারণ হচ্ছে আমরা সবাই দেখেছি, রামনবমীর মিছিলে যে গণ্ডগোল, সেটা কারা করেছিল? যারা পুলিশের করে দেওয়া রুট মানেনি, সময় মানেনি, যারা অন্য সম্প্রদায়ের পবিত্র রমযানের উপবাস ভাঙার সময়টা সেই এলাকায় গিয়ে ঢুকেছিল। যারা বাহিনী এনেছিল হাতে রিভলবার দিয়ে, রামনবীতে নাচনকোঁদন করেছিল, যাকে শেষ পর্যন্ত বিহারের মুঙ্গের থেকে হাওড়ার পুলিশ ধরে এনেছিল। এগুলো এনআইএ’র তদন্তে আসবে তো?’ 

সম্প্রতি পশ্চিমবঙ্গের শিবপুরে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হন। এ সময়ে ৩টি গাড়ি ও বেশ কয়েকটি দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা গোলযোগের জেরে তিন পুলিস কর্মীসহ কমপক্ষে ১৫ জন আহত হন। এ নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। হাওড়া জেলার শিবপুর এলাকায় রামনবমী উৎসবের মিছিলে আগ্নেয়াস্ত্র নিয়ে অংশগ্রহণকারী যুবক সুমিত সাউকে (১৯) গ্রেফতার করে পুলিশ। অন্যত্রও ওই ইস্যুতে অশান্তি হয়। এরপর এবার এসব ঘটনাকে কেন্দ্র করে মামলা রুজু করে আনুষ্ঠানিকভাবে এনআইএ তদন্ত শুরু হল।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/১১   

ট্যাগ