মে ১২, ২০২৩ ১৭:৫৩ Asia/Dhaka
  • মাওলানা বদরুদ্দিন আজমল 
    মাওলানা বদরুদ্দিন আজমল 

ভারতে বিজেপিশাসিত অসমে বহুবিবাহ বন্ধের সিদ্ধান্ত সম্পূর্ণ মুসলিম বিরোধী বলে মন্তব্য করেছেন ‘এআইইউডিএফ’ প্রধান মাওলানা বদরুদ্দিন আজমল।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বহুবিবাহ বন্ধের সিদ্ধান্ত কার্যকর করতে গতকাল (বৃহস্পতিবার) বিশেষজ্ঞ কমিটি গঠন করে দিয়েছেন। ওই কমিটির নেতৃত্ব দেবেন অবসরপ্রাপ্ত বিচারপতি রুমি ফুকন। কমিটির অন্য সদস্যরা হলেন, রাজ্যের এডভোকেট জেনারেল দেবজিৎ শইকিয়া, অতিরিক্ত এডভোকেট জেনারেল নলিন কোহিলি ও আইনজীবী নেকিবুর জামান। আগামী দু’মাসের মধ্যে সরকারের কাছে রিপোর্ট পেশ করবে এই কমিটি। আগামী ২০২৪ সালের মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলে মনে করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত।

এ প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করে ‘এআইইউডিএফ’ প্রধান মাওলানা বদরুদ্দিন আজমল এমপি বলেছেন, ‘বিজেপি সরকার সব সময়ই মুসলিমদের নিশানা করে। বহুবিবাহ বন্ধের সিদ্ধান্ত নিয়েও টার্গেট করা হয়েছে মুসলিমদের।’  মাওলানা আজমল বলেন, জাতীয় স্তরে গবেষণায় তথ্য উঠে এসেছে যে, মুসলিমরা বহুবিবাহ কম করেন। বিভিন্ন জাতি-ধর্ম এবং বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মধ্যে বহুবিবাহ বেশি। আমাদের ধর্মে চারটে বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছে। আসলে শুধু মুসলিমদের সঙ্গে শত্রুতা করছে বিজেপি সরকার। এই জায়গাতেই তারা অনেক উন্নতি করেছে।’ 

‘এআইইউডিএফ’ সভাপতি মাওলানা বদরুদ্দিন আজমলের এ ধরণের মন্তব্যের পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘তিনি তো আমার বিরোধিতা করবেনই। আমার কাজকে সমর্থন করলে তো তিনি ভোট পাবেন না।’  

প্রসঙ্গত, গত ৯ মে হিমন্তবিশ্ব শর্মা সরকারের দু’বছর পূর্তি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাজ্যে বহুবিবাহ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর মতে,  এই প্রথা বন্ধ হলে স্বস্তি পাবেন মুসলিম রমণীরা। বহুবিবাহ বন্ধের উদ্দেশ্যে যে আইন তৈরি হবে সেটা হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের পুরুষদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। মুখ্যমন্ত্রী এ ধরণের মন্তব্য করলেও তিনি কার্যত মুসলিমদের একাধিক বিবাহের ‘অনুমতি’কে নিশানা করতে চাচ্ছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।#

পার্সটুডে/এনএম/১২

পার্সটুডে/এমএএইচ/এনএম/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ