ইরানের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনের বিষয়ে ভারতের নীরবতা, সোনিয়া গান্ধীর নিন্দা
(last modified Sat, 21 Jun 2025 14:36:35 GMT )
জুন ২১, ২০২৫ ২০:৩৬ Asia/Dhaka
  • সোনিয়া গান্ধী
    সোনিয়া গান্ধী

ভারতের বিরোধী দল কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী ইরানের ওপর ইহুদিবাদী ইসরাইলের আক্রমণের নিন্দা করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ইসরাইলের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। এ অবস্থায় সোনিয়া গান্ধী বলেছেন, ইরানের ওপর ইহুদিবাদী সরকারের আক্রমণ সম্পর্কে ভারত সরকারের নীরবতা দেশটির দীর্ঘদিনের নৈতিক ও কৌশলগত ঐতিহ্য পরিত্যাগ করার শামিল।

ভারতের কংগ্রেস দলের এই নেত্রী "দ্য হিন্দু" পত্রিকায় একটি সম্পাদকীয় লিখেছিলেন, যেখানে তিনি বলেছেন- ১৩ জুন ইরানের ওপর ইহুদিবাদী ইসরাইলের আক্রমণ অবৈধ। ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে ইসরাইল।#

পার্সটুডে/এএইচ/২১