‘সারা বিশ্বে ভারতকে নিয়ে সমালোচনা হচ্ছে'
দেশে এত কিছু ঘটলেও প্রধানমন্ত্রী নীরব রয়েছেন : কেজরিওয়াল
ভারতে আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বলেছেন, দেশে এত কিছু ঘটেছে কিন্তু প্রধানমন্ত্রী নীরব রয়েছেন।
তিনি আজ (বৃহস্পতিবার) দিল্লি বিধানসভায় বিজেপিশাসিত মণিপুরসহ বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। কেজরিওয়াল এ সময়ে মণিপুরের পাশাপাশি হরিয়ানার নূহতে সাম্প্রতিক সহিংসতা, সীমান্তে চীনা আগ্রাসন, দুর্নীতিসহ বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করেন।
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘দেশে এত কিছু হচ্ছে, দেশের মানুষ যদি এভাবে লড়াই করে তাহলে ভারত কীভাবে বিশ্বগুরু হবে? তিনি এ সময়ে বিজেপিশাসিত মণিপুরে বিগত ৩ মাসের বেশি সময় ধরে চলমান সহিংসতার বিষয়ে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে তীব্র কটাক্ষ করেন।
কেজরিওয়াল বলেন, ‘মণিপুরে ৩ মে থেকে ৩১ জুলাইয়ের মধ্যে ৬ হাজার ৫০০ এফআইআর নথিভুক্ত হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী নীরব ছিলেন। ৪ হাজার মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু প্রধানমন্ত্রী নীরব ছিলেন। ৬০ হাজার মানুষ গৃহহীন হয়েছে, প্রধানমন্ত্রী নীরব হয়ে আছেন। দেড় শতাধিক মানুষ নিহত হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী চুপ ছিলেন। সাড়ে তিন শতাধিক ধর্মীয় স্থান জ্বালিয়ে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী নীরব!’
অরবিন্দ কেজরিওয়াল আরও বলেন, ‘সারা বিশ্বে ভারতকে নিয়ে সমালোচনা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মণিপুর নিয়ে আলোচনা হয়েছে। এ নিয়ে আমেরিকায় আলোচনা হচ্ছে। ৪ মে তারিখের একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে একজন নারীকে নগ্ন করে রাস্তায় ঘোরানো হয়েছে। অনেকে তার সাথে অন্যায় করেছে। ওদের মুখ্যমন্ত্রী বলছেন, এখানে প্রতিদিনই এমন হচ্ছে! তা সত্ত্বেও প্রধানমন্ত্রীজী চুপ করে ছিলেন!
প্রসঙ্গত, মণিপুরে ‘মেইতেই’সম্প্রদায়কে ‘তপসিলি উপজাতি’ মর্যাদা দেওয়ার তৎপরতা শুরু হলে ‘কুকি’ এবং অন্যান্য উপজাতি সম্প্রদায় এর বিরোধিতায় মাঠে নামায় গত ৩ মে থেকে সেখানে সহিংসতা চলছে। #
পার্সটুডে/এমএএইচ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।