সভ্য বিশ্বে সহিংসতার কোনও স্থান নেই: সোনিয়া গান্ধী
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে চলমান সংঘর্ষ প্রসঙ্গে বলেছেন, সভ্য বিশ্বে সহিংসতার কোনও স্থান নেই এবং কংগ্রেস সব ধরণের সহিংসতার বিরুদ্ধে।
গণমাধ্যমে প্রকাশিত সোনিয়া গান্ধীর একটি নিবন্ধে ওই মন্তব্য প্রকাশ্যে এসেছে। প্রসঙ্গত, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস গত ৭ অক্টোবর ইহুদিবাদী ইসরাইলে অতর্কিত রকেট হামলা চালানোর পর থেকে গাজায় ইসরাইল নির্বিচারে বোমাবর্ষণ করছে। এরফলে এ পর্যন্ত কয়েক হাজার মানুষ হতাহত হয়েছে। ইসরাইলের বর্বর, অমানবিক ও নৃশংস হামলায় প্রত্যেকদিনই বেড়ে চলেছে মৃত্যু মিছিল। কার্যত চরম মানবিক সঙ্কট সৃষ্টি হয়েছে সেখানে। বিভিন্ন মহল থেকে একে ‘গণহত্যা’ বলে উল্লেখ করে অবিলম্বে তা বন্ধ করার দাবি জানানো হয়েছে। সম্প্রতি গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়েছে জাতিসঙ্ঘের সাধারণ সভায়।
ইসরাইলি হামলার কথা উল্লেখ করে সোনিয়া গান্ধী তার নিবন্ধে বলেছেন, ‘গাজা ও তার আশেপাশে ইসরাইলি সেনাবাহিনীর নির্বিচার অভিযান অত্যন্ত গুরুতর হয়ে উঠেছে, যার ফলে বিপুল সংখ্যক নিরীহ শিশু, নারী ও পুরুষসহ কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। ইসরাইল এখন প্রতিশোধ নিচ্ছে এমন লোকেদের আক্রমণ করছে যারা মূলত অসহায় এবং নিরপরাধ। বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক অস্ত্রাগারের ধ্বংসাত্মক শক্তি প্রয়োগ করা হচ্ছে শিশু, নারী ও পুরুষদের ওপর যাদের হামাসের হামলার সঙ্গে কোনো সম্পর্ক নেই।
সোনিয়া গান্ধী ইসরাইলি হামলার ভয়াবহতার উল্লেখ করেছেন এবং একে অমানবিক ও বেআইনি বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এই যুদ্ধে অনেক পরিবার নিশ্চিহ্ন হয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চিকিৎসা সুবিধার ঘাটতি রয়েছে। ইসরাইলের পানি, খাদ্য ও বিদ্যুতের অস্বীকৃতি ফিলিস্তিনি জনগণের জন্য সম্মিলিত শাস্তির চেয়ে কম কিছু নয়। বহির্বিশ্ব, বিশেষ করে যারা সাহায্য করতে চায় তাদের গাজায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে। ত্রাণ ও সাহায্য খুব কম পরিমাণে আসছে। এটা শুধু অমানবিকই নয়, আন্তর্জাতিক আইনেও বেআইনি। ইসরাইলি কর্মকর্তারা গাজার বিশাল অংশ ধ্বংস করে জনসংখ্যা ধ্বংস করার কথা বলেছেন। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ফিলিস্তিনিদের ‘মানব পশু’ বলে অভিহিত করেছেন। এই অমানবিক ভাষা এমন লোকদের বংশধরদের কাছ থেকে আসছে যারা নিজেরাই গণহত্যার শিকার হয়েছিল।
কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী আরও বলেছেন, মানবতা এখন বিচারাধীন, যেখানে আমরা ইসরাইলের উপর নৃশংস হামলার দ্বারা সম্মিলিতভাবে দুর্বল হয়ে পড়েছিলাম এবং এখন আমরা সবাই ইসরাইলের অসামঞ্জস্যপূর্ণ এবং সমানভাবে নৃশংস প্রতিক্রিয়ার দ্বারা দুর্বল হয়ে পড়েছি। কেন সাধারণ ফিলিস্তিনিরা হামাসের কর্মকাণ্ডের ফল ভোগ করছে, এটা সম্পূর্ণ ভুল।
সোনিয়া গান্ধী যুদ্ধবিরতির বিষয়ে জাতিসঙ্ঘেরর ভোটে ভারতের অংশগ্রহণ না করার সমালোচনা করেছেন। সোনিয়া গান্ধী লিখেছেন, এটা দুর্ভাগ্যজনক যে অনেক প্রভাবশালী দেশ সম্পূর্ণ পক্ষপাতমূলক আচরণ করছে যখন তাদের যুদ্ধ শেষ করার জন্য সম্ভাব্য সব ধরণের প্রচেষ্টা চালানো উচিত। সামরিক তৎপরতার অবসানের জন্য সবচেয়ে জোরালো এবং সবচেয়ে শক্তিশালী কণ্ঠস্বর হতে হবে। অন্যথায় এই চক্র অব্যাহত থাকবে এবং আগামীতে দীর্ঘ সময় ধরে এ অঞ্চলের কারো জন্য শান্তিতে বাস করা কঠিন হয়ে পড়বে বলেও মন্তব্য করেছেন কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী।#
পার্সটুডে/এমএএইচ/জিএআর/৩০