নভেম্বর ০৭, ২০২৩ ১৮:৪৯ Asia/Dhaka
  • উত্তর প্রদেশে আলিগড়ের নাম পরিবর্তন করে হরিগড় করার প্রস্তাব পাস, বিশ্লেষকের প্রতিক্রিয়া

ভারতে বিজেপিশাসিত উত্তর প্রদেশের ঐতিহাসিক শহর আলিগড়ের নাম পরিবর্তন করে হরিগড় করার প্রস্তাব পাস হয়েছে। আজ (মঙ্গলবার) আলিগড় পৌর কর্পোরেশনের মেয়র প্রশান্ত সিঙ্ঘল এ সংক্রান্ত তথ্য জানান।

গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি আজ বলেন, ‘গতকাল এক বৈঠকে আলিগড়ের নাম পরিবর্তন করে হরিগড় করার প্রস্তাব পেশ করা হয়। এতে সকল কাউন্সিলর সর্বসম্মতভাবে সমর্থন জানান। এখন এই প্রস্তাব প্রশাসনের কাছে পাঠানো হবে। আমি আশা করি প্রশাসন বিষয়টি বিবেচনা করবে এবং আলিগড়ের নাম পরিবর্তন করে হরিগড় করার দাবি পূরণ করবে।’আমাদের পুরনো সভ্যতা, সংস্কৃতি ও সনাতন ধর্মের ঐতিহ্য আছে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই দাবি আসছিল। খুব শিগগিরি আলিগড়, হরিগড় নামে পরিচিত হবে বলেও মন্তব্য করেন আলিগড় পৌর কর্পোরেশনের মেয়র প্রশান্ত সিঙ্ঘল।  

ড. মুহাম্মদ ইসমাইল

এ প্রসঙ্গে আজ (মঙ্গলবার)পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার দেওয়ান আব্দুল গণি কলেজের অধ্যাপক ও বিশিষ্ট সমাজকর্মী ড. মুহাম্মদ ইসমাইল রেডিও তেহরানকে বলেন, আলিগড় হচ্ছে পৃথিবী বিখ্যাত একটি শহর। বিশেষ করে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকে পৃথিবী জুড়ে এর খ্যাতি ছড়িয়ে পড়ে। যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে উত্তর প্রদেশের বিভিন্ন শহর যেগুলো মুসলিমদের নামের সঙ্গে যুক্ত আছে তা পরিবর্তনের চেষ্টা চলছে।  ওরা নাম বদলের যে কারণ দেখাচ্ছে তা সমর্থন করা যায় না, কারণ এটা সম্পূর্ণ রাজনৈতিক এবং ধর্মীয় সুড়সুড়িমূলক ইস্যু। এর মধ্য দিয়ে ভারতীয় মূল সভ্যতার যে সংস্কৃতি, যে বৈচিত্রময় এক ইতিহাস, সেই ইতিহাসকে পরিবর্তন করে ওরা একচেটিয়া ভাবে সনাতন ধর্মের ইতিহাসকে ভারতবর্ষের ইতিহাস হিসেবে তুলে ধরতে চাচ্ছে। অর্থাৎ, আরএসএসের যেসমস্ত এজেন্ডা, সেই এজেন্ডা অনুযায়ী তারা কাজ করে চলেছে। আলিগড়ের নাম পরিবর্তনের বিষয়টি খুব দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন দেওয়ান আব্দুল গণি কলেজের অধ্যাপক ও বিশিষ্ট সমাজকর্মী ড. মুহাম্মদ ইসমাইল।

জানা গেছে, আলিগড় পৌর কর্পোরেশনের পক্ষ থেকে আলিগড়ের নাম পরিবর্তনের বিষয়টি নগর উন্নয়ন দফতরে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, এরআগে বিজেপিশাসিত উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের আমলে ইলাহাবাদের নাম বদল করে প্রয়াগরাজ করা হয়।একই সময়ে ফৈজাবাদকে অযোধ্যা, মুঘলসরাই রেলওয়ে স্টেশনকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন, গোরখপুরের উর্দু বাজারকে হিন্দি বাজার, হুমায়ুনপুর থেকে হনুমান নগর, আলিপুরকে আর্য নগর করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার আলিগড়ের নাম বদল করে হরিগড় করার প্রস্তাব পাস করা হয়েছে।#        

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/০৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন          

ট্যাগ