ভারতে ৩ রাজ্যে বিজেপি ও ১টিতে ক্ষমতায় আসছে কংগ্রেস
https://parstoday.ir/bn/news/india-i131612-ভারতে_৩_রাজ্যে_বিজেপি_ও_১টিতে_ক্ষমতায়_আসছে_কংগ্রেস
 ভারতে চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বেসরকারি ফলে প্রকাশ- রাজস্থান, মধ্য প্রদেশ এবং ছত্তিশগড়ে ক্ষমতায় আসতে চলেছে হিন্দুত্ববাদী বিজেপি। অন্যদিকে, প্রধান বিরোধী দল কংগ্রেস তেলেঙ্গানায় ক্ষমতায় আসতে চলেছে। 
(last modified 2025-10-29T07:49:47+00:00 )
ডিসেম্বর ০৩, ২০২৩ ১৮:২১ Asia/Dhaka
  • ভারতে ৩ রাজ্যে বিজেপি ও ১টিতে ক্ষমতায় আসছে কংগ্রেস

 ভারতে চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বেসরকারি ফলে প্রকাশ- রাজস্থান, মধ্য প্রদেশ এবং ছত্তিশগড়ে ক্ষমতায় আসতে চলেছে হিন্দুত্ববাদী বিজেপি। অন্যদিকে, প্রধান বিরোধী দল কংগ্রেস তেলেঙ্গানায় ক্ষমতায় আসতে চলেছে। 

রাজস্থান ও ছত্তিশগড়ে এতদিন ক্ষমতায় ছিল কংগ্রেস। মধ্য প্রদেশ ছিল বিজেপির দখলে। অন্যদিকে, তেলেঙ্গানায় ক্ষমতাসীন ছিল বিআরএস দল। আজ বিকেল ৫টা  পর্যন্ত ফল প্রকাশের প্রবণতায় দেখা যাচ্ছে মধ্য প্রদেশে ২৩০ আসনের মধ্যে বিজেপি ১৬৭ এবং কংগ্রেস ৬২ আসনে এগিয়ে রয়েছে অথবা জয়ী হতে চলেছে। রাজস্থানে ১৯৯ আসনের মধ্যে বিজেপি ১১৫ এবং কংগ্রেস ৬৯ আসনে এগিয়ে রয়েছে অথবা জয়ী হতে চলেছে। ৯০ আসন সমন্বিত ছত্তিশগড়ে বিজেপি ৫৫ এবং কংগ্রেস ৩৫ আসনে জয়ী হতে চলেছে। অন্যদিকে, ১১৯ আসন সমন্বিত তেলেঙ্গানায় কংগ্রেস দল ৬৩, বিআরএস ৪০ এবং বিজেপি ৯ আসনে জয়ী হতে চলেছে।

এদিকে, কংগ্রেসের বিপর্যয় প্রসঙ্গে দলটির সিনিয়র নেতা আচার্য প্রমোদ কৃষ্ণমের বলেছেন, সনাতন ধর্মের বিরোধিতা দলকে ডুবিয়ে দিয়েছে। জাতিশুমারি ইস্যুতে তিনি বলেন, ভারত কখনই বর্ণভিত্তিক রাজনীতিকে মেনে নেয়নি। সনাতন ধর্মের বিরোধিতা করার জন্য কংগ্রেস অভিশপ্ত হয়েছে। এটা কংগ্রেসের পরাজয় নয়, এটা বামেদের পরাজয়।

এরইমধ্যে তেলেঙ্গানায় বিআরএস নেতা কেটিআর দলের পরাজয় স্বীকার করে কংগ্রেসকে জয়ের শুভেচ্ছা জানিয়েছেন। আজ বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ‘বিআরএসকে পর পর দু’বার সুযোগ দেওয়ার জন্য আমি তেলেঙ্গানার মানুষের প্রতি কৃতজ্ঞ। এই ফলাফল দেখে আমি দুঃখ পাইনি, তবে হতাশ হয়েছি। এই হার থেকে আমরা শিক্ষা নেবো এবং ফিরে আসব। জয়ের জন্য কংগ্রেসকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।’

পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বিজেপির জয়কে কংগ্রেসের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, মধ্য প্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ে বিজেপির জয় বিজেপির সাফল্য নয়, এটা কংগ্রেসের ব্যর্থতা। কংগ্রেসের যে দুর্বলতা, যে সাংগঠনিক ব্যর্থতার কথা আমরা বারবার বলছিলাম, এটা কংগ্রেসের সেই সাংগঠনিক দুর্বলতা ও ব্যর্থতা। বিজেপির জয় নয়, এটা কংগ্রেসের ব্যর্থতা’ বলে মন্তব্য করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।    #

পার্সটুডে/এমএএইচ/৩ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।