কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত সভাকে কেন্দ্র করে বিজেপি বিধায়কের হুঁশিয়ারি
(last modified Tue, 05 Dec 2023 12:19:28 GMT )
ডিসেম্বর ০৫, ২০২৩ ১৮:১৯ Asia/Dhaka
  • শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং বিধায়ক শঙ্কর ঘোষ
    শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং বিধায়ক শঙ্কর ঘোষ

পশ্চিমবঙ্গের শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার বিরোধিতা করার হুঁশিয়ারি দিয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। মুখ্যমন্ত্রীর সভার দিনে ধর্নায় বসার হুঁশিয়ারি দিয়েছেন ওই বিজেপি বিধায়ক। আগামী ১২ ডিসেম্বর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভা অনুষ্ঠিত হবে।

আজ (মঙ্গলবার) বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, ‘কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর যে কর্মসূচি আছে তাতে মুখ্যমন্ত্রীর গাজোয়ারি মনোভাব প্রকাশ পায়।  এর আগে এই স্টেডিয়ামে গায়ক অরিজিৎ সিংয়ের অনুষ্ঠানের সময়ে প্রতিবাদ করেছিলাম। সে সময় বলা হয়েছিল যে এই স্টেডিয়ামে পরবর্তীতে খেলা ছাড়া অন্য কোনো কর্মসূচি হবে না। এখন দেখলাম ‘খেলা হবে’ শ্লোগান দেওয়া তৃণমূল কংগ্রেসের প্রধান এই স্টেডিয়ামে ফুটবল লিগ বন্ধ করে তার কর্মসূচি করছেন। উত্তরবঙ্গে এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামটা শ্মশানে পরিণত হচ্ছে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর কর্মসূচি হলে সেই কর্মসূচির দিন আমি ব্যক্তিগতভাবে আমাদের জনপ্রতিনিধিদের নিয়ে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের বিরোধিতা করবো।’     

অন্যদিকে, ওই ইস্যুতে আজ শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেছেন, মুখ্যমন্ত্রীর সভার একদিন পরেই মাঠ ঠিক করে দেওয়া হবে। খেলাধুলো আমার হৃদয়ে আছে আমি খেলাধুলোটা বুঝি। এবং খেলাধুলোর সাথে থাকি। এটাকে নিয়ে রাজনীতি করা অত্যন্ত নিন্দাজনক।

এর আগে মেয়র গৌতম দেব বলেন, ‘বিজেপির অধিকার রয়েছে বিক্ষোভ দেখানোর। সেই বিক্ষোভকে কীভাবে মোকাবিলা করতে হয় সেটাও আমার জানা রয়েছে। হাতে চুড়ি পরে বসে নেই। বিজেপি বেশি বাড়াবাড়ি করলে বিজেপির ওই হাত-পা ভেঙে দেবো হবে বলেও মন্তব্য করেন মেয়র গৌতম দেব। এদিকে, প্রশাসন সূত্রে খবর, ১২ ডিসেম্বর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভা হওয়ার কথা। তার আগে মাটি খোঁড়া, খুঁটি পোঁতার কাজ হবে। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৫  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।