ডিএমকে দলের এমপি’র বিতর্কিত মন্তব্যের জেরে সংসদে হট্টগোল, অধিবেশন মুলতুবি
-
এস সেন্থিলকুমার এমপি
ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় ডিএমকে দলের এস সেন্থিলকুমার এমপি’র বিতর্কিত মন্তব্যের জেরে আজ সংসদে হট্টগোল হওয়ায় অধিবেশনের কাজকর্ম দুপুর ১২টা পর্যন্ত মুলতবি হয়ে যায়।
বেলা ১১ টায় লোকসভার কাজ শুরু হতেই ডিএমকে এমপির বিতর্কিত বক্তব্যের বিরুদ্ধে শাসক দল বিজেপির পক্ষ থেকে ক্ষমা চাওয়ার দাবিতে শ্লোগান দেওয়া হয়। এর মধ্যেই শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এদিকে, ডিএমকে’র টিআর বালু প্রশ্নোত্তর চলাকালীন তার বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করলে শাসক দলের কিছু এমপি ফের ডিএমকে দলের এস সেন্থিলকুমার এমপির আপত্তিকর বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানান। অন্যদিকে, ডিএমকে সদস্যরাও হট্টগোল শুরু করেন।
প্রসঙ্গত, সম্প্রতি অনুষ্ঠিত হওয়া পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল প্রসঙ্গে গতকাল (মঙ্গলবার) সংসদের নিম্নকক্ষ লোকসভায় ডিএমকে দলের এস সেন্থিলকুমার এমপি বলেন, ‘দেশের মানুষকে বুঝতে হবে, বিজেপি কেবল হিন্দিভাষী রাজ্যগুলো থেকে জিতছে— যাদের আমরা ‘গোমূত্র রাজ্য’ বলে থাকি।’এরপর ওই ইস্যুতে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়। সম্প্রতি যে পাঁচ রাজ্যে নির্বাচন হয়েছে, তাতে গো-বলয়ের তিন রাজ্য মধ্য প্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানে জয়ী হয়েছে বিজেপি। সাধারণত ওই তিন রাজ্য ছাড়াও উত্তর প্রদেশ ও বিহারকে গো-বলয়ের রাজ্য হিসেবে ধরা হয়ে থাকে।
‘গোমূত্র রাজ্য’ মন্তব্য ইস্যুতে হিন্দুত্ববাদী বিজেপি নেতারা তীব্র আপত্তি ও ক্ষোভ প্রকাশ করেন। এবং গতকালের পাশাপাশি আজও লোকসভার অধিবেশন উত্তপ্ত হয়ে ওঠে। অবশেষে আজ ডিএমকে এমপি সেন্থিলকুমার বলেন, ‘গতকাল আমি অজান্তেই একটা কথা বলেছি। যদি এতে কোনও এমপি ও ব্যক্তিদের একাংশের ভাবাবেগে আঘাত লাগে, তাহলে আমি এটা তুলে নিতে চাই। আমার অনুরোধ ওই কথাগুলো মুছে ফেলা হোক। আমি অনুতাপ প্রকাশ করছি।’
ওই বিষয়ে বিজেপি এমপি মীনাক্ষি লেখি বলেন, এই বক্তব্য সনাতন ঐতিহ্যের প্রতি অসম্মান। অতীতেও এরা সনাতন ধর্ম নিয়ে কটূক্তি করেছেন। ফল কী হয়েছে, সবাই দেখেছে।
আজ (বুধবার) কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এক সংবাদ সম্মেলনে ডিএমকে এমপি সেন্থিল কুমারের পাশাপাশি কংগ্রেস দল এবং বিজেপি বিরোধী I.N.D.I.A. জোটকে টার্গেট করেন। তিনি বলেন, ‘এই লোকেদের চিন্তা হিন্দু, হিন্দি ও সনাতন ধর্মকে হেয় করা। এই লোকেরা ভারতের সংস্কৃতিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে।’অনুরাগ ঠাকুর এ সময়ে ডিএমকে নেতা সেন্থিল কুমার এমপির বিতর্কিত মন্তব্যে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন। #
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।