ডিসেম্বর ১৯, ২০২৩ ১৯:০৬ Asia/Dhaka
  • সংসদের নিরাপত্তা ইস্যুতে উত্তাল অধিবেশন কক্ষ, ফের বিরোধী দলের ৪৯ এমপি সাসপেন্ড

ভারতীয় সংসদের শীতকালীন অধিবেশন চলাকালে বিরোধী দলীয় এমপিদের হট্টগোল ও বিক্ষোভের কারণে আজ ৪৯ জন এমপিকে সাসপেন্ড করা হয়েছে। এরফলে এপর্যন্ত সাসপেন্ড হওয়া এমপি’র সংখ্যা ১৪১ জনে পৌঁছেছে।

প্রসঙ্গত, গতকাল (সোমবার) মোট ৭৮ জন বিরোধী দলীয় এমপিকে সংসদের নিম্নকক্ষ লোকসভা ও সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছিল। এরমধ্যে লোকসভা থেকে সাসপেন্ড করা হয় ৩৩ জন, এবং রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয় ৪৫ জন এমপিকে। এভাবে একদিনেই ৭৮ জন বিরোধী দলীয় এমপিকে সংসদ থেকে সাসপেন্ড করা হয়। এর আগে গত ১৪ ডিসেম্বর ১৩ জন এমপিকে লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছিল। রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হয়েছিল একজন এমপিকে। ওই এমপিরা গত ১৩ ডিসেম্বর সংসদের মধ্যে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির দাবিতে তোলপাড় সৃষ্টি করেছিলেন।

আজ (মঙ্গলবার) বিরোধী দলীয় এমপিরা সংসদের নিরাপত্তা ইস্যুতে লোকসভায় তোলপাড় সৃষ্টি করলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। তারা এ সময়ে ‘উই ওয়ান্ট জাস্টিস’ সহ বিভিন্ন শ্লোগান দেন এবং প্ল্যাকার্ড প্রদর্শন করেন। স্পিকার ওম বিড়লা সবাইকে শান্ত হওয়ার অনুরোধ জানান এবং সংসদের কাজকর্ম স্বাভাবিকভাবে চলতে দেওয়ার আহ্বান জানান। কিন্তু তাতে বিশেষ কাজ না হওয়ায় বেশ কয়েক দফায় অধিবেশনের কাজকর্ম মুলতুবি করে দিতে হয়।

সরকার পক্ষে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বিরোধীদের টার্গেট করে বলেন, ‘হাউসের ভিতরে প্ল্যাকার্ড না আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু  সাম্প্রতিক নির্বাচনে হেরে যাওয়ার পর হতাশার কারণে তারা এমন পদক্ষেপ নিচ্ছে। তারা সংসদে প্ল্যাকার্ড এনে দেশের মানুষকে অপমান করছেন।’

অন্যদিকে, প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর এমপি বিজেপিকে টার্গেট করে বলেছেন, এতজন এমপিকে সাসপেন্ড করায় একটি জিনিস স্পষ্ট হয়ে গেছে যে তারা একটি বিরোধী-মুক্ত লোকসভা চায় এবং তারা রাজ্যসভাতেও একই রকম কিছু করবে। আমার সহকর্মীদের সাথে একাত্মতা  প্রকাশ করে আমিও আজকের প্রতিবাদে অংশ নিয়েছিলাম। তাদের অধিবেশনের বাকি মেয়াদের জন্য সাসপেন্ড করা হয়েছে, যার মানে তারা কোনো আলোচনা ছাড়াই তাদের বিল পাস করতে চায়। আমি মনে করি এটা সংসদীয় গণতন্ত্রের সাথে বিশ্বাসঘাতকতা।’ 

সংসদ থেকে বিরোধী এমপিদের সাসপেন্ড করার বিষয়ে সমাজবাদী পার্টির সভাপতি ও উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বিজেপিকে টার্গেট করে বলেছেন, যেভাবে তারা বিরোধীদের সাথে যে আচরণ করেছে, তাতে এই লোকেরা কোন মুখে সংসদকে গণতন্ত্রের মন্দির বলতে পারে? এরা পরের বার ক্ষমতায় এলে সংবিধান ধ্বংস হয়ে যাবে বলেও মন্তব্য করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।#   

 

ট্যাগ