বিজেপির দুই ভাই, সিপিএম আর কংগ্রেস (আই): তৃণমূল
(last modified Sun, 24 Dec 2023 12:20:59 GMT )
ডিসেম্বর ২৪, ২০২৩ ১৮:২০ Asia/Dhaka
  • তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ
    তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ

পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ সিপিএম ও কংগ্রেসকে বিজেপির দুই ভাই বলে মন্তব্য করেছেন। একইসঙ্গে তিনি বিজেপিকে গরুর পার্টি বলে কটাক্ষ করেছেন।

আজ (রোববার) কোলকাতার ব্রিগেড ময়দানে বিজেপির গীতা পাঠ কর্মসূচি এবং কোলকাতা, দুর্গাপুর ও অন্যত্র কংগ্রেসের পক্ষ থেকে সংবিধান পাঠ কর্মসূচি পালিত হয়। এ প্রসঙ্গে বিজেপি, কংগ্রেস ও সিপিএমকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। তিনি বলেন, ‘ওরা সব ভাই ভাই। বিজেপির দুই ভাই, সিপিএম আর কংগ্রেস আই। তারা নিজেরা মিলেমিশে একেকজন একেকটা কর্মসূচি পালন করছে।

বামফ্রন্টের চেয়ারম্যান ও সিপিএমের সিনিয়র নেতা বিমান বসুর কথা উল্লেখ করে কুণাল ঘোষ বলেন, বিমান বাবু গীতা পড়লেন না কেন? মজার বিষয় হল, বিমান বাবু গীতা পড়তে পারবেন না। বিজেপি সংবিধান পড়তে পারবে না। কারণ, ওটা  মানে না। এদের পার্টগুলো দেখুন। এদের কিছু একটা করতে হবে। বিমান বোস গীতা পড়তে পারবেন না। কারণ উনি গীতা মানেন না। আবার বিজেপি ব্রিগেড ময়দানে সংবিধান পড়তে পারবে না, কারণ দেশের সংবিধানটাই ওরা ধুলোয় মিশিয়ে দিতে চায়। এ থেকেই বোঝা যাচ্ছে এদের ভয়ংকর দেউলিয়াপনা রাজনীতি।

এদিকে, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার গীতা পাঠ প্রসঙ্গে স্বামী বিবেকানন্দের উদ্ধৃতিকে কটাক্ষ করে তাকে অপমান করেছেন বলে অভিযোগ উঠেছে। সুকান্ত মজুমদার আজ বলেন, এখন দেখতে পাচ্ছেন না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন, তারা বামপন্থি প্রোডাক্ট।   

সুকান্ত মজুমদারের ওই মন্তব্যের বিরোধিতায় সোচ্চার হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। দলের রাজ্য সধারণ সম্পাদক কুণাল ঘোষ বিজেপিকে গরুর পার্টি বলে কটাক্ষ করে বলেছেন, সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে অপমান করেছেন। তিনি স্বামী বিবেকানন্দের বক্তব্যের অভিমুখ জানেন না, বোঝেনও না। স্বামী বিবেকানন্দ গীতা এবং ফুটবল খেলা নিয়ে যেটা বলেছিলেন তার সঙ্গে গীতাকে অপমানের কোনও প্রশ্নই নেই। তিনি কেন এটা বলেছিলেন সেটা যদি উনি বুঝতেন তাহলে বিজেপির মতো গরুর পার্টি করতে যেতেন না।’   

রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক ওই ইস্যুতে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমার দুর্ভাগ্য আমি যে বাংলায় বাস করি সেই বাংলায় একটা রাজনৈতিক দলের সভাপতির নাম সুকান্ত মজুমদার। যিনি বলেছেন- গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো এটা যিনি বলেছেন তিনি বামপন্থি! তার মানে স্বামী বিবেকানন্দ বামপন্থি ছিলেন, এটা হল সুকান্ত মজুমদারের কথা। ইতিহাসের অ-আ-ক-খ জানে না। এই ধরণের অশিক্ষিত মানুষরা রাজনীতির আঙিনায় এসে যিনি প্রকৃত হিন্দু ধর্ম প্রচারক স্বামী বিবেকানন্দ, তাকে অসম্মান করছেন বলেও মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক।#     

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।