বিজেপি মিথ্যে কথা বলছে, ওরা সবচেয়ে বড় চোর : মমতা বন্দ্যোপাধ্যায়
-
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে মিথ্যে কথা বলার অভিযোগ করেছেন। একইসঙ্গে তিনি তাদের সবচেয়ে বড় চোর, ডাকাতদের সরদার বলে কটাক্ষ করেছেন।
মমতা আজ (বৃহস্পতিবার) উত্তর ২৪ পরগণা জেলার দেগঙ্গায় দলীয় এক জনসমাবেশে বক্তব্য রাখার এ সংক্রান্ত মন্তব্য করেন। তিনি রাজ্যের বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না বলে অভিযোগ করে সোচ্চার হন। এ সময়ে তিনি বিজেপিকে টার্গেট করে বলেন, ‘বাড়ি বাড়ি জল পৌঁছানো এটা আমাদের কাজ। জমি দিচ্ছি আমরা (রাজ্য সরকার), রক্ষণাবেক্ষণ করছি আমরা, টাকা দিচ্ছি আমরা। আমরা ৭৫ শতাংশ দিচ্ছি। ওরা (কেন্দ্রীয় সরকার) ২৫ শতাংশ দিচ্ছে। দিয়ে বলছে, বাড়ি বাড়ি পানি কে দিচ্ছে? বিজেপি দিচ্ছে! আসলে ওরা দিচ্ছে না। মিথ্যে কথা বলছে। আর সবাইকে দেখলে বলছে চোর চোর! কিন্তু ওরা হল সবচেয়ে বড় চোর, ডাকাতদের সরদার।’ এ সময়ে তিনি ‘চোরের মায়ের বড় গলা’ বলেও বিজেপিকে কটাক্ষ করেন।
মমতা বলেন, ‘ওরা একেকজন কোটি কোটি টাকার মালিক। বিজেপি করলেই ওয়াশিং মেশিনে সব দাগ মুছে যাবে! আর তৃণমূল করলেই জেলে ভরো! কোনো মামলার বিচার হয়নি। যে টাকা লুট করেছে, ফেরত পায়নি। সোনাদানা নিয়ে গেছে, ফেরত পায়নি কেউ। জেলে ভরে রেখে দিচ্ছে, তার কারণ, যাতে নির্বাচনটা না করতে পারে। যাতে দলের কাজ করতে না পারে। মমতার প্রশ্ন- সারা দেশে বিজেপির ক’টা চোর গ্রেফতার হয়েছে? ক’টা খুনি গ্রেফতার হয়েছে? শুধু তদন্তকারী এজেন্সির গণতন্ত্র চলছে’ বলেও মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।#
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।