ডিসেম্বর ৩১, ২০২৩ ১২:৫৮ Asia/Dhaka
  • জম্মু-কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরিতে এক বছরে ১৯ সেনা সদস্য নিহত

এ বছর, জম্মু-কাশ্মীরে ৪৮টি সন্ত্রাসবিরোধী অভিযানে ৭৬ জন সন্ত্রাসী নিহত হয়েছে, যার মধ্যে ৫৫ জন ছিল বিদেশী। গতকাল (শনিবার) এ তথ্য জানান পুলিশের মহাপরিচালক আরআর সোয়াইন।

তিনি বলেন, জম্মু অঞ্চলের রাজৌরি এবং পুঞ্চ জেলায় এ বছর সন্ত্রাসী কার্যকলাপ বেড়েছে। এ বছর উভয় জেলায় ১৯ সেনা সদস্য ও সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সংঘর্ষে ২৫ জঙ্গিও নিহত হয়েছে এবং এদের অধিকাংশই নিয়ন্ত্রণরেখার কাছে অনুপ্রবেশের সময় নিহত হয়েছে বলে পুলিশ কর্মকর্তা আরআর সোয়াইন মন্তব্য করেন।

প্রসঙ্গত, গত ২১ ডিসেম্বর রাজৌরিতে সেনাবাহিনীর গাড়িতে গেরিলাদের আচমকা হামলায় ৫ সেনা জওয়ান নিহত এবং ২ জওয়ান আহত হয়েছিল। গত ২২ নভেম্বর রাজৌরিতে গেরিলা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে ৩৪ ঘণ্টা ধরে চলা সংঘর্ষে নিহত হয় ৫ জওয়ান ও ২ গেরিলা। ১৩ সেপ্টেম্বর অনন্তনাগ এবং রাজৌরিতে ভয়াবহ সংঘর্ষে নিহত হয়েছিলেন একজন কর্নেল, একজন মেজর এবং ডিএসপিসহ ৫ জওয়ান। সে সময়ে ২ গেরিলাও নিহত হয়েছিল।

২০২৩ সালে গেরিলাদের সাথে লড়াই করতে গিয়ে একজন ডিএসপিসহ চার পুলিশ সদস্য নিহত হয়েছে। ২০২২ সালে নিহত পুলিশ কর্মীর সংখ্যা ছিল ১৪। পুলিশের মহাপরিচালক আরআর সোয়াইন বলেন, ২০২৩ সালে জম্মু-কাশ্মীরে ২৯১ জন সন্ত্রাসী সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশের ডিজি’র মতে, জম্মু-কাশ্মীরে ২০২২ সালের তুলনায় সন্ত্রাসী ঘটনা ৬৩ শতাংশ কমেছে। গত বছর রাজ্যে ১২৫টি সন্ত্রাসী ঘটনা ঘটেছে। এ বছর মাত্র ৪৬টি সন্ত্রাসী ঘটনা ঘটেছে। এ বছর সন্ত্রাসী নিয়োগের ক্ষেত্রেও ৮০ শতাংশ কমেছে। ২০২২ সালে ১৩০ জন স্থানীয় লোক সন্ত্রাসী কার্যকলাপে জড়িত ছিল। এ বছর এই সংখ্যা ২২।

ডিজিপি সোয়াইন বলেন, জম্মু-কাশ্মীরে ৩১ জন স্থানীয় সন্ত্রাসী শনাক্ত করা হয়েছে, যার মধ্যে চার জন জম্মুর কিশতওয়াড়ে এবং ২৭ জন উপত্যকায় সক্রিয় রয়েছে। এই সংখ্যা সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। ২০২৩ সালে সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদের সাথে যুক্ত ১৭০ কোটি টাকারও বেশি মূল্যের ৯৯ টি সম্পত্তি ক্রোক করা হয়েছে, যার মধ্যে রাজ্য তদন্তকারী সংস্থা ৫৭টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে বলেও জানান পুলিশের ডিজি।  #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ