জানুয়ারি ২০, ২০২৪ ১৮:২৩ Asia/Dhaka
  • দেশে মতাদর্শের লড়াই চলছে, বিজেপি ভাইয়ে-ভাইয়ে বিবাদ বাধিয়ে দেয় : রাহুল গান্ধী

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বিজেপিকে টার্গেট করে দেশে মতাদর্শের লড়াই চলছে, বিজেপি ভাইয়ে-ভাইয়ের মধ্যে বিবাদ বাধিয়ে দেয় বলে মন্তব্য করেছেন।

তিনি আজ (শনিবার) ভারত জোড়ো ন্যায় পদযাত্রা কর্মসূচিতে অরুণাচল প্রদেশে এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। তিনি বলেন, বিজেপি ভাইকে ভাইয়ের সাথে, এক ধর্মের সাথে অন্য ধর্মের, এক ভাষার সাথে অন্য ভাষার, এক সম্প্রদায়ের সঙ্গে অন্য সম্প্রদায়ের লড়াই বাধিয়ে দেয়। এবং দুই/তিন জনের জন্য সরকার চালায়। এতে সম্পূর্ণ লাভ দুই/তিনজন বড় শিল্পপতির কাছে যায় এবং এরফলে জনসাধারণের ক্ষতি হয়। বেকারত্ব বাড়ে, মুদ্রাস্ফীতি হয়। কংগ্রেস দল জনগণকে সংযুক্ত করতে কাজ করে, তাদের প্রতিনিধিত্ব দেওয়ার জন্য কাজ করে। কংগ্রেস দল মানুষের কণ্ঠস্বরকে তুলে ধরতে চায়। এবং দেশের ধনকে দেশের গরিব জনগণকে দেয়। এভাবে আমাদের আন্দোলন চলছে।

রাহুল গান্ধী বলেন, বর্তমানে ভারতে প্রচুর বেকারত্ব ও মুদ্রাস্ফীতি। কিন্তু মুদ্রাস্ফীতি ও বেকারত্ব নিয়ে গণমাধ্যম কিছু বলে না। গণমাধ্যম জনগণের আওয়াজ তুলে ধরছে না, সরকারও শুনছে না। আমরা আপনাদের মাঝে এসেছি আপনাদের কষ্টের কথা শুনতে, তাই এই যাত্রার নাম দেওয়া হয়েছে 'ভারত জোড়া ন্যায় যাত্রা'।

বিজেপিশাসিত গোলযোগপূর্ণ অশান্ত মণিপুর প্রসঙ্গে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, মণিপুরে গৃহযুদ্ধের মতো পরিবেশ বিরাজ করছে, মানুষ খুন হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু দেশের প্রধানমন্ত্রী আজ পর্যন্ত মণিপুর সফর করেননি। বিজেপির মতাদর্শ হল- ভারতকে দিল্লি থেকে চালাতে হবে এবং সমস্ত দেশবাসীকে ‘হিন্দি’ ব্যবহার করতে হবে। কিন্তু কংগ্রেস দল মনে করে যে হিন্দি ভাষার পাশাপাশি নিজেদেরর আঞ্চলিক ভাষারও জায়গা থাকা উচিত। আপনাদের সংস্কৃতি ও ইতিহাসকে রক্ষা করতে এই 'ভারত জোড়া ন্যায় যাত্রা' কর্মসূচি চলছে বলেও মন্তব্য করেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি।  # 

পার্সটুডে/এমএএইচ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।   

 

 

ট্যাগ