মার্চ ২৮, ২০২৪ ১৪:৫৭ Asia/Dhaka
  • 'বিশ্বের সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারিতে বিজেপি, এবার শাস্তি পাবে'

ভারতে বেকারত্বসহ সব সামাজিক ও অর্থনৈতিক সমস্যার সমাধান করা সরকারের পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় সরকারের মুখ্য অর্থ উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণ। তিনি গত মঙ্গলবার এক অনুষ্ঠানে ঐ মন্তব্য করেন। আসন্ন লোকসভা নির্বাচনের মুখে মুখে তার এ মন্তব্য বিজেপিকে চাপের মুখে ফেলবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন।

পরকলা প্রভাকর  ও নির্মলা সীতারমণ

এদিকে বিশিষ্ট অর্থনীতিবিদ, লেখক ও অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী পরকলা প্রভাকর বলেছেন, নির্বাচনী বন্ড শুধু দেশেরই নয়, বিশ্বের সবচেয়ে বড় আর্থিক দুর্নীতি। এই কেলেঙ্কারির জন্য দেশের ভোটাররা বিজেপিকে কঠিন শাস্তি দিতে চলেছে। দেশের অর্থনৈতিক হাল নিয়ে আগেও তিনি সরকারি নীতির সমালোচনা করেছেন।

কেন্দ্রীয় সরকারের মুখ্য অর্থ উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণ

ভোটের মুখে নাগেশ্বরণ ও প্রভাকরের জোড়া ধাক্কা বিজেপিকে বিড়ম্বনায় ফেলেছে। নরেন্দ্র মোদিকে তাঁর ১০ বছরের শাসনকালে বারবার সমালোচিত হয়েছে কর্মসংস্থান ও বেকারত্ব নিয়ে। 

রাহুল গান্ধী

অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী গতকাল (বুধবার) বলেন, ‘ভারত জোড়ো যাত্রা শুরুর সময় থেকেই আমি বলছি বেকারত্ব ও মূল্যবৃদ্ধি দেশের সবচেয়ে বড় সমস্যা। এর সুরাহার দাওয়াই মোদি সরকারের কাছে আছে কি না, সেই প্রশ্ন বারবার করে আসছি। এবার তার উত্তর পেয়ে গেলাম।

সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম বলেন, নাগেশ্বরণ বিস্ফোরক কথা বলেছেন। এটাই যদি সরকারের কথা হয়, তা হলে বলব এখনই গদি ছেড়ে দাও। তৃণমূল কংগ্রেসের সাকেত গোখলে বলেন, এটাই মোদি কি গ্যারান্টি। প্রধানমন্ত্রী এত দিন আকাশছোঁয়া বেকারত্বের কথা অস্বীকার করে গেছেন। এখন সরকার মেনে নিল সমস্যার সমাধানের ক্ষমতা তাদের নেই।

সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এ প্রসঙ্গে বলেছেন, হিন্দুত্ব ও করপোরেটের যুগলবন্দী ভারতকে অচল করে দিচ্ছে। দেশের স্বার্থে এখনই এই সরকারের চলে যাওয়া উচিত।#

পার্সটুডে/জিএআর/২৮

ট্যাগ