এপ্রিল ২৬, ২০২৪ ১৭:২৩ Asia/Dhaka
  • মালদহে নিজেকে আপন বললেন মোদী, নেপথ্যে রয়েছে ভোট ব্যাঙ্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মালদহে উপচেপড়া নির্বাচনি সভায় বলেছেন, এত ভালোবাসা কপালে জোটে না। মনে হয় আমি গত জন্মে বাংলায় জন্মেছিলাম অথবা পরের জন্মে আমি বাংলায় জন্ম নিতে চলেছি।

আজ (শুক্রবার) মালদহের সভার শুরু থেকেই নিজেকে বাংলার ‘আপন’ বলে প্রমাণ করার চেষ্টা করলেন মোদি (PM Modi)। তিনি বলেন, শিল্প, সংস্কৃতি, দর্শন, প্রগতি, সব কিছুতেই এগিয়ে থাকা সেই বাংলা আজ ক্রমশ পিছিয়ে পড়ছে।

“আমার বাংলাকে এভাবে ভেঙে পড়তে দেব না। আপনাদের ভালোবাসা ব্যর্থ হতে দেব না। এই ভালোবাসা ফিরিয়ে দেব।”তবে বিশ্লেষকমহল মনে করছে, প্রধানমন্ত্রীর এই মন্তব্য শুধু আবেগের ফসল নয়। এর নেপথ্যেও রয়েছে ভোট অঙ্ক।

তবে বিজেপির এবারের নির্বাচনির স্লোগান' মোদী কি গ্যারান্টি' শব্দটি আজ একবারও মালদহের জনসভায় মোদির মুখে শোনা যায় নি। বিজেপির নির্বাচনি ইশতেহারেও স্লোগানটিকে বিশেষ গুরুত্ব দেয়া হলেও মালদহের সভায় একটি বারও মোদীর গলায় ‘মোদীর গ্যারান্টি’ কথা  শোনা গেল না কেন তা  নিয়ে প্রশ্ন উঠছে।#

পার্সটুডে/জিএআর/২৬

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ