পশ্চিমবঙ্গে বিজেপির ভিতকে শক্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়: কংগ্রেস
ভারতে আসন্ন সাধারণ নির্বাচনের মুখে বিজেপি বিরোধী ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স’ বা I.N.D.I.A জোটে ফাটলের সৃষ্টি হয়েছে।
জোটের প্রধান শরিক দল কংগ্রেসের সঙ্গে রাজ্যে কোনো সম্পর্ক নেই বলে তৃণমূল সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ওই ইস্যুতে আজ (বুধবার) প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় তৃণমূল নেত্রী মমতার সমালোচনা করে বলেন, ‘আমরা গত কয়েক বছর ধরে বলে আসছি যে পশ্চিমবাংলায় বিজেপির হাতকে শক্ত করতে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন বিজেপি বিরোধী দলের সঙ্গে একজায়গায় থাকতে পারবেন না। গোয়া, মণিপুর, ত্রিপুরা- সমস্ত জায়গায় বিজেপির হাত শক্ত করছে কংগ্রেসের ভোট কেটে। মাননীয়া মুখ্যমন্ত্রী যে কথাটা বলছেন, এ কথা বলা ছাড়া ওনার কোনো উপায় নেই। এটাই হল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক বাধ্যবাধকতা।’
কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায় আরও বলেন, ‘পশ্চিমবাংলায় বিজেপির হাত, বিজেপির ভিত শক্ত করেছেন উনি (মমতা)। প্রতিনিয়ত তৃণমূল এমপিরা সংসদে অনুপস্থিত থেকে বিজেপির আনা বিলকে পাস করিয়েছেন। ফলে ওনার পক্ষে বিজেপির বিরোধিতা করা কার্যত অসম্ভব। তাই কংগ্রেস পশ্চিমবাংলায় আগেও যেটা বলেছে, আগামী দিনেও বলবে যে তৃণমূলের বিরুদ্ধে চুরি, দুর্নীতি, খুন, লুটের বিরুদ্ধে যেমন লড়াই চলবে, বিজেপির বিরুদ্ধেও তেমন লড়াই চলবে বলেও মন্তব্য করেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়।
প্রসঙ্গত, আজ তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা একা লড়াইয়ের সিদ্ধান্ত আগেই নিয়েছি। বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই। এই যে রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ বাংলায় আসছে, I.N.D.I.A জোটের সঙ্গী হিসেবে আমাদের জানায়নি। সর্বভারতীয় ক্ষেত্রে আমরা কী করব, না করব নির্বাচনের পরে ভাববো। আমরা বিজেপিকে হারানোর জন্য যা করার করবো। জোট কারও একার নয়। আঞ্চলিক দলগুলো সব একসঙ্গে থাকব।’
ওই ইস্যুতে আজ সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, ‘আমরা প্রথম থেকে বলে আসছি যে, মমতা বন্দ্যোপাধ্যায় এই জোটে গেছেন, সংখ্যালঘু মানুষদের ভূল বোঝানোর জন্য যে তিনি বিজেপির বিরুদ্ধে। যখন গতকালও কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন মমতার সঙ্গে তার ভালো সম্পর্কের কথা, তখন আসল যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বিজেপিরই সঙ্গে থাকতে চান সেটা প্রমাণের জন্য এটা বলা ছাড়া তার কাছে কোনো বিকল্প নেই। মমতা নির্বাচনের পরে বিজেপির অংশীদার হওয়ার রাস্তা পরিষ্কার রাখতে চাচ্ছেন বলেও মন্তব্য করেছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। #
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।