লোকসভা নির্বাচনের আগেই কার্যকর হবে সংশোধিত নাগরিকত্ব আইন : অমিত শাহ
https://parstoday.ir/bn/news/india-i134336-লোকসভা_নির্বাচনের_আগেই_কার্যকর_হবে_সংশোধিত_নাগরিকত্ব_আইন_অমিত_শাহ
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভা নির্বাচনের আগেই সংশোধিত নাগরিকত্ব আইন বা ‘সিএএ’ কার্যকর করার কথা বলেছেন। তিনি আজ (শনিবার) এক অনুষ্ঠানে এ সংক্রান্ত মন্তব্য করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ১৯:০৮ Asia/Dhaka
  • অমিত শাহ
    অমিত শাহ

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভা নির্বাচনের আগেই সংশোধিত নাগরিকত্ব আইন বা ‘সিএএ’ কার্যকর করার কথা বলেছেন। তিনি আজ (শনিবার) এক অনুষ্ঠানে এ সংক্রান্ত মন্তব্য করেন।

অমিত শাহ বলেন, ‘সিএএ দেশের একটি আইন। তা অবশ্যই কার্যকর করা হবে। এ বিষয়ে কোনও সংশয় থাকাই উচিত নয়। প্রধান বিরোধী দল কংগ্রেসকে টার্গেট করে তিনি বলেন, কংগ্রেসই শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিয়েছিল। এখন তারা অন্য কথা বলছে।  তিনি বলেন, দেশে কারও নাগরিকত্ব ‘সিএএ’ কেড়ে নিতে পারবে না। কারণ ওই আইনের এ সংক্রান্ত কোনো বিধানই নেই। সিএএ হল শরণার্থী যারা এসেছেন  পাকিস্তান ও বাংলাদেশ  থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে যারা এসেছেন, তাদের নাগরিকত্ব দেওয়ার আইন।   

প্রসঙ্গত, ২০১৯ সালে সংশোধিত নাগরিকত্ব আইন তৈরি হলেও তার বিধি তৈরি না হওয়ায় এতদিনেও তা কার্যকর করতে পারেনি কেন্দ্রীয় সরকার। বিতর্কিত ওই আইনে ‘মুসলিমদের বাদ’ দিয়ে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা রয়েছে।

বিরোধীদের অভিযোগ- এভাবে, ধাপে ধাপে ‘সিএএ’, ‘এনআরসি’ (জাতীয় নাগরিক পঞ্জি) ‘এনপিআর’ (জাতীয় জনসংখ্যাপঞ্জি) কার্যকর করার নেপথ্যে কেন্দ্রীয় বিজেপি সরকারের বৃহত্তর উদ্দেশ্য রয়েছে। 

সম্প্রতি তৃণমূল সভানেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সমাবেশে দেওয়া বক্তব্যে বলেন, আমরা এনআরসি যাতে না হয় সেজন্য লড়াই করেছি। আপনারা তো ইতোমধ্যেই নাগরিক। নতুন করে (CAA-CAA) ক্যা-ক্যা করে চিৎকার করছে, এটা ফ্যা-ফ্যা ভোটের রাজনীতি করার জন্য। আপনারা সবাই নাগরিক। আপনাদের সবাইকে নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। জীবন থাকতে বাংলায় ‘এনআরসি’ চালু করতে দেবো না বলেও মন্তব্য করেন মমতা। এবার সিএএ ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাফ জানিয়ে দিলেন আসন্ন সাধারণ নির্বাচনের আগেই কার্যকর হবে ‘সিএএ’ বা সংশোধিত নাগরিকত্ব আইন। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।