বিএসএফের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
(last modified Thu, 15 Feb 2024 12:12:41 GMT )
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ১৮:১২ Asia/Dhaka
  • বিএসএফের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তিনি আজ (বৃহস্পতিবার) রাজ্য বিধানসভায় বক্তব্য রাখার সময়ে ওই দাবি জানান।

সম্প্রতি উত্তর দিনাজপুরের চোপড়ায় বিএসএফের খনন করা ড্রেনে মাটি চাপা পড়ে ৪ শিশুর মৃত্যুর ঘটনায় বিএসএফের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, গত (সোমবার) চোপড়ায় বিএসএফের পক্ষ থেকে ড্রেন  সম্প্রসারণের কাজ করার সময় সেখানে খেলা করতে যায় ৪ শিশু। কিন্তু আচমকা ধস নেমে মাটি চাপা পড়ে গুলাম মুস্তাফা (৫), ইউসুফ আলী (৬), মুহাম্মাদ ইসলাম (৬) ও তালেব আলী (১২) নামে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। ওই ইস্যুতে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল নেতা-মন্ত্রীরা বিএসএফ, কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির সমালোচনায় সোচ্চার হয়েছেন। বিএসএফ অবশ্য ওই ঘটনায় তাদের দায় অস্বীকার করেছে।

মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ- বিএসএফের গাফিলতিতে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি আজ বলেন, ‘বিএসএফের কাজ কী? সীমান্ত পাহারা দেওয়া। যদি চোপড়ায় ৪টি শিশু মারা যায়, শিশুদের জীবনের কী কোনও দাম নেই? সেই বিএসএফের আমি শাস্তি চাই, যাদের জন্য বাচ্চাগুলো মারা গেছে। কড়া পদক্ষেপ নিতে হবে কেন্দ্রীয় সরকারকে। বিএসএফ কী করে বেড়াচ্ছে? আমাকে একজন বিধায়ক অভিযোগ করেছেন, একটা মসজিদের ইমামকে টেনেহিঁচড়ে বের করেছে মুর্শিদাবাদে! তাকে মারা হয়েছে।’

মমতা আজ বিএসএফের বিরুদ্ধে বিজেপির হয়ে প্রচারণা চালানোর অভিযোগ করে বলেন, এলাকায় এলাকায় গিয়ে ‘গেরুয়া’ রঙের প্যাকেটে করে জিনিস বিতরণ করছে। কে আপনারা? আপনাদের কাজ সীমান্ত পাহারা দেওয়া। বিজেপির প্রচারণা চালানো নয়। মমতা আজ কেন্দ্রীয় সরকারের কঠোর আইনে মানুষকে জেলে বন্দী করে রাখা হচ্ছে বলে মন্তব্য করে এই সরকার হিটলারকে হার মানিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন। রাবণের সরকার, আর নেই দরকার বলেও মুখ্যমন্ত্রী মমতা আজ কেন্দ্রীয় বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করেন। #     

পার্সটুডে/এমএএইচ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

  

ট্যাগ