ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে সোচ্চার ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি
ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে সোচ্চার ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি ফিলিস্তিন ইস্যুতে সহানুভূতি প্রকাশ করেছেন।
আজ (সোমবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এক বার্তায় ইহুদিবাদী ইসরাইল ও ফিলিস্তিনের হামাসের মধ্যে যুদ্ধে নিহত ফিলিস্তিনি নাগরিকদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ৩০ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং ২০ লাখ জনসংখ্যার মধ্যে ১৪ লাখ মানুষ গৃহহীন হয়েছেন। তেল-গ্যাস সমৃদ্ধ মুসলিম দেশগুলোর নাম না উল্লেখ করে তিনি আরও বলেছেন, আল্লাহ যাদের সবকিছু দিয়েছেন তারা বোবা হয়ে বসে আছে! আপনারা সবাই নিরীহ ফিলিস্তিনিদের জন্য দোয়া করুন। শবেবরাত উপলক্ষ্যে গতকাল রাতে হায়দরাবাদের একটি জামে মসজিদে বক্তব্য রাখার সময়ে ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলি সেনার বর্বর হামলার কথা উল্লেখ করার সময়ে আবেগপ্রবণ হয়ে ওঠেন।
তিনি বলেন, ৩০ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন! ২০ লাখ জনসংখ্যার মধ্যে ১৪ লাখ মানুষ গৃহহীন হয়েছেন। আল্লাহ যাদের সবকিছু দিয়েছেন তারা বোবা হয়ে বসে আছে! ৩০ হাজারের মধ্যে ১৬ হাজার মাসুম শিশু নিহত হয়েছে। ইসরাইলি অত্যাচারী শাসকের কারণে এসব ঘটনা ঘটেছে। কেউ তাদের সাহায্য করতে এগিয়ে আসছে না। ৩০ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন! ইসরাইলকে কেউ থামানোর নেই। ২০ লাখ জনসংখ্যার মধ্যে ১৪ লাখ মানুষ গৃহহীন হয়ে গেছেন। আমরা আল্লাহ্র কাছে ভিক্ষা প্রার্থনা করছি আল্লাহ্ ফিলিস্তিনিদের সাহায্য করুন।
তিনি তেলসমৃদ্ধ দেশগুলোর নাম না উল্লেখ করে তাদের নীরবতার তীব্র সমালোচনা করেন। ওয়াইসি বলেন, আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, নরওয়ে সোচ্চার হয়েছে। তারা ইসরাইলি অত্যাচারের বিবরণ দিচ্ছে। আমি আশা করেছিলাম ভারতও এগিয়ে আসবে এবং আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে ইসরাইলের বিরোধিতা করবে। ফিলিস্তিনিরা অত্যাচার করছে না, ইসরাইল অত্যচার করছে বলেও মন্তব্য করেন ‘মিম’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।