মার্চ ০৪, ২০২৪ ১৮:৪৩ Asia/Dhaka
  • জাট, ঠাকুর, যাদবদের নেতা থাকলে ১৭ কোটি মুসলিমদের নেতা থাকবে না কেন নয়? প্রশ্ন ওয়াইসি'র

ভারতে জাট, ঠাকুর, যাদবদের নেতা থাকলে ১৭ কোটি মুসলমানদের নেতা থাকবে না কেন বলে মন্তব্য করেছেন মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি।

গতকাল (রোববার) রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের বিশেষ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতের ১৭ কোটি মুসলমান যদি উন্নতি করতে চায় তবে তাদের নিজস্ব রাজনৈতিক নেতৃত্ব থাকা উচিত। ওয়াইসি বলেন, 'যদি জাট, ঠাকুর, ব্রাহ্মণ, যাদব, কুর্মি, কুশওয়াহা, মারাঠা, দলিত ও ওবিসিদের নেতা থাকতে পারে, তাহলে মুসলিমদের কেন থাকবে না? প্রধানমন্ত্রী মোদীও লোকসভায় দাবি করেছেন, তিনিই সবচেয়ে বড় ‘ওবিসি’ (অন্যান্য অনগ্রসর শ্রেণি)। মুসলমানদের জনসংখ্যা ১৭ কোটি, তাদের কোনো নেতা না থাকলে গণতন্ত্রের জন্য কী সেটা ভালো হবে?'      

তিনি ২৮ বছর ধরে রাজনীতিতে আছেন এবং এখনও মুসলমানদের জন্য নেতৃত্ব কেন তৈরি করতে পারেননি এমন প্রশ্ন করা হলে, ওয়াইসি বলেন, ৭৫ বছর ধরে ক্যান্সারের মতো যে রোগটি ছড়িয়ে পড়েছে, তা ২৮ বছরে শেষ হয়ে হবে? মুসলমানদের সবচেয়ে বড় ভুলটি ছিল স্বাধীনতার পর লক্ষনৌয়ের সেই মাঠে দাঁড়িয়ে বলা যে আমরা রাজনীতিতে অংশ নেব না, আমরা রাজনৈতিক নেতৃত্ব থেকে সরে আসব এবং আমরা এই দলের উপর আস্থা রাখব। 

কংগ্রেস দলের নাম না করে ওয়াইসি বলেন, যে দলকে বিশ্বাস করেছিলেন সেই দলই তৎকালীন মুখ্যমন্ত্রী গোবিন্দ বল্লভ পন্তের সময় বাবরী মসজিদে মূর্তি স্থাপন করা হয়েছিল। একই দলের শাসনামলে মালিয়ানা, হাশিমপুরা ও নেলীতে দাঙ্গা হয়েছিল।  বলুন তো, আজ ভারতের সংসদে কতজন মুসলিম এমপি আছে?   

ওয়াইসি বলেন, 'শিখরাও তাদের নিজস্ব নেতৃত্ব তৈরি করেছেন। প্রত্যেকটি সম্প্রদায়ের নেতৃত্ব আছে, এবং কেউ তা অস্বীকার করতে পারে না। কিন্তু যখন মুসলমানদের রাজনৈতিক ক্ষমতায়নের কথা আসে, তখন অন্যদের জিন্নাহর স্মৃতি জীবন্ত হয়ে ওঠে! আমরা জিন্নাহকে প্রত্যাখ্যান করেছি, আমরা জিন্নাহকে বাতিল করেছি, তাই আমরা আজ এখানে আছি এবং কেয়ামতের সকাল পর্যন্ত এখানেই  থাকব। রাজনৈতিক নেতৃত্ব না থাকলে আমাদের এভাবে টানাটানি করা হবে, ব্যবহার করা হবে এবং সুবিচার মিলবে না।

‘অখণ্ড ভারত’ নিয়ে এক প্রশ্নের জবাবে ওয়াইসি বলেন, তিনি 'অখণ্ড ভারত' সমর্থন করেন, তবে প্রধানমন্ত্রী মোদীকে প্রথমে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফিরিয়ে নিতে হবে। তিনি বলেন, আমি অখন্ড ভারতের পক্ষে। এটি অর্জনের জন্য আপনাকে পুরো পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, বর্মার কিছু অংশ, আফগানিস্তান এবং ভুটানের অর্ধেক ফিরিয়ে নিতে হবে, তবে মোদীকে প্রথমে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফিরিয়ে নিতে হবে। এবং চীনাদের তাদের দখলকৃত এলাকা থেকে পিছিয়ে দিতে হবে বলেও মন্তব্য করেন মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।          

ট্যাগ