মার্চ ০৭, ২০২৪ ২১:০৬ Asia/Dhaka
  • রাহুল গান্ধী
    রাহুল গান্ধী

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রধান বিরোধী দল কংগ্রেস দেশবাসীকে বড় প্রতিশ্রুতি দিয়েছে। এতে কর্মসংস্থান, মূল্যস্ফীতি থেকে মুক্তি এবং সামাজিক ন্যায়বিচারের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

আজ (বৃহস্পতিবার) কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি ঘোষণা করেন, তাদের দল কেন্দ্রীয় সরকার গঠন করলে যুবকদের ৩০ লাখ সরকারি চাকরি দেবে। এতে ‘সাচার কমিটি’র সুপারিশ বাস্তবায়নের কথাও বলা হয়েছে। রাহুল গান্ধী তার 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'র অংশ হিসেবে রাজস্থানের বাঁশোয়াড়ায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখার সময়ে এ সংক্রান্ত মন্তব্য করেন।        

যুব, দরিদ্র এবং অন্যান্য শ্রেণির জন্য দলের প্রস্তাবিত পদক্ষেপের কথা উল্লেখ করে রাহুল গান্ধী বলেন,  কংগ্রেস দল যুবকদের জন্য কী করতে চলেছে? প্রথম ধাপ, আমরা গণনা করেছি- ভারতে ৩০ লাখ সরকারি পদ খালি রয়েছে। মোদীজি সেগুলো  পূরণ করেন না। বিজেপি সেগুলি পূরণ করে না। সরকারে আসার পর প্রথমেই আমরা এই ৩০ লাখ সরকারি চাকরি দেবো।

রাহুল গান্ধী আরও বলেন, কংগ্রেস দলের ইশতেহারে কৃষকদের ন্যূনতম সহায়ক  মূল্যের (এমএসপি) আইনি গ্যারান্টি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তিনি বলেন,  জল, জঙ্গলের জন্য আদিবাসীদের লড়াই, আমাদের লড়াই। আমরা আপনাদেরর পাশে আছি। ভারতে আজ, দলিত, উপজাতি, ওবিসি এবং সংখ্যালঘুরা জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ। কিন্তু আমরা যদি বিভিন্ন প্রতিষ্ঠান এবং বাজেটের দিকে তাকাই, এ সব মানুষের কোনও অংশগ্রহণ নেই।

অন্যদিকে, কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ২০২৪ সালে কংগ্রেস সরকার গঠিত হওয়ার সাথে সাথেই দেশের যুবকদের নিয়োগের নিশ্চয়তা দিয়ে একটি নতুন কর্মসংস্থান বিপ্লব শুরু হবে। কংগ্রেসের এই গ্যারান্টি দেশের যুবকদের জন্য, যার মধ্যে প্রথমে আমরা সমস্ত যুবকদের নিয়োগের নিশ্চয়তা দিচ্ছি,   যাতে কেন্দ্রীয় সরকারের প্রায় ৩০ লাখ শূন্যপদ পূরণ করা হবে। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।                  

ট্যাগ