মার্চ ২৯, ২০২৪ ১৬:৫৮ Asia/Dhaka
  • দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে এবার জাতিসংঘের উদ্বেগ

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি এবং কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছে জাতিসংঘ।

ভারতে আসন্ন লোকসভা নির্বাচনের মুখে কেন্দ্রীয় এজেন্সির এ ধরণের কর্মকান্ডে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিচ বলেছেন, আমরা আশা করব ভারতে সবার অধিকার সুরক্ষিত হবে।

Image Caption

এর আগে জার্মানি ও আমেরিকাও উদ্বেগ প্রকাশ করেছিল। দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারি নিয়ে জার্মানি বলেছিল, “যে কোনও অভিযুক্তের মতোই কেজরিওয়ালও ন্যায্য ও পক্ষপাতহীন বিচারের অধিকারী। কোনও বিধিনিষেধ ছাড়াই তিনি যেন সব ধরনের আইনি রাস্তায় যেতে পারেন। সেটাই আমাদের প্রত্যশা।” একই সুরে ভারতের অভ্যন্তরীণ ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে আমেরিকাও। কেজরিওয়ালের গ্রেপ্তারির বিষয়টি তাদের নজরাধীন রয়েছে বলেন জানান মার্কিন পরাষ্ট্রমন্ত্রী। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত।

গত ২১ মার্চ মাসে আবগারি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন কেজরীওয়াল। তার গ্রেপ্তারি নিয়ে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিরোধী দলগুলো।  কেজরীওয়ালেরগ্রেফতারি বেআইনি বলে দাবি করেছে আপ। #

পার্সটুডে/জিএআর/২৯

ট্যাগ