হাথরাস কাণ্ডে যোগীকে ৮৫০ পাতার রিপোর্ট পেশ সিটের
(last modified Tue, 09 Jul 2024 07:31:39 GMT )
জুলাই ০৯, ২০২৪ ১৩:৩১ Asia/Dhaka
  • হাথরাস কাণ্ডে যোগীকে ৮৫০ পাতার রিপোর্ট পেশ সিটের

ভারতের উত্তর প্রদেশের হাথরাসে পদপিষ্ট হয়ে মর্মান্তিকভাবে ১২৩ জনের মৃত্যু ঘটনায় ৮৫০ পাতার রিপোর্ট পেশ করেছ বিশেষ তদন্তকারী দল বা সিট (SIT)। 

আজ (মঙ্গলবার) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে পেশ করা হয় এই প্রাথমিক তদন্ত রিপোর্ট। ঐ দুর্ঘটনায় প্রত্যক্ষদর্শী ও অভিযুক্ত ১২৮ জনের সঙ্গে কথা বলে রিপোর্ট পেশ করা হয়েছে। অত্যন্ত গোপনীয় রিপোর্টে সেদিনের মর্মান্তিক দুর্ঘটনায় অভিযুক্তদের ভূমিকা ও অব্যবস্থার বিষয়টি তুলে ধরা হয়েছে।

পাশাপাশি সৎসঙ্গের উদ্যোক্তাদের ভূমিকা এবং ঐ ঘটনায় দায়ী কারা?  সে বিষয়টিও তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে, রিপোর্টের উপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নেবে যোগী সরকার।

উল্লেখ্য, উত্তরপ্রদেশের হাথরাসে মর্মান্তিক দুর্ঘটনার প্রাথমিক তদন্তে বলা হয়েছিল, উন্মুক্ত প্রাঙ্গনে আয়োজিত সৎসঙ্গে ৮০ হাজার লোকের জমায়েতের অনুমতি নেওয়া হলেও সেখানে আড়াই লক্ষের বেশি লোক সমাগম হয়েছিল। অনুষ্ঠানের শেষে হাজার হাজার ভক্ত ছুটে যান ভোলে বাবার পায়ের ধুলো ও আশীর্বাদ নিতে। আর তখনই দুর্ঘটনা ঘটে। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১২৩ জন।

এই ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য মাথাপিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। পাশাপাশি, এই দুর্ঘটনায় পরিকল্পিত ষড়যন্ত্রের তত্ত্বও উঠে আসে খোদ মুখ্যমন্ত্রীর বক্তব্যে।

হাথরাস কাণ্ডে এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে যে ভোলে বাবাকে কেন্দ্র করেই আয়োজিত হয়েছিল অনুষ্ঠানটি এবং মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে  এফআইআরে সেই ভোলে বাবার নাম নেই।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/ ৯

ট্যাগ