অক্টোবর ০৩, ২০১৮ ২৩:২১ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে মুখতার আব্বাস নাকভি
    সংবাদ সম্মেলনে মুখতার আব্বাস নাকভি

ভারতের কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নাকভি বলেছেন, হজের ভর্তুকি বন্ধ হওয়া সত্ত্বেও চলতি বছরে ভারতীয় হজযাত্রীদের কোনো অতিরিক্ত আর্থিক বোঝা বহন করতে হয়নি। হজ ভর্তুকি বন্ধের পরে হজের বিমান ভাড়া কমেছে। তিনি আজ (বুধবার) এক সংবাদ সম্মেলনে ওই তথ্য জানিয়েছেন।

নাকভি বলেন, ‘২০১৪ সালে হজের জন্য মুম্বাইয়ে বিমান ভাড়া ছিল ৬৩ হাজার ৭৫০ টাকা। ২০১৮ সালে তা ৫৯ হাজার ৪২৪ টাকা ছিল। ২০১৪ সালে আওরঙ্গবাদ থেকে হজের বিমান ভাড়া ছিল ৮৩ হাজার ৪৫০ টাকা, ২০১৮ সালে তা কমে ৮১ হয় হাজার ৯২৯ টাকা।

কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, কয়েক বছর বাদে ২০১৮ সালে হজের জন্য বিমান ভাড়া রেকর্ড পরিমাণে কমেছে।

তিনি বলেন, ‘২০১৭ সালে ১ লাখ ২৪ হাজার ৮৫২ জন হাজীর জন্য ১ হাজার ৩০ কোটি টাকা বিমান কোম্পানিকে বিমান ভাড়া হিসাবে দেয়া হয়েছিল। যদিও ২০১৮ সালে ভারতীয় হজ কমিটির মাধ্যমে যাওয়া ১ লাখ ২৮ হাজার ৭০২ জন হাজীর জন্য ৯৭৩ কোটি টাকা দেয়া হয়েছে, যা গত বছরের তুলনায় ৫৭ হাজার কোটি টাকা কম।’ আগামী বছর হজে হাওয়ার জন্য হজযাত্রীদের যাতে অতিরিক্ত কোনো আর্থিক বোঝা বহন করতে না হয় তা সুনিশ্চিত করা হবে বলেও কেন্দ্রীয় মন্ত্রী জানান।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৩

 

ট্যাগ