মুম্বাইতে বহুতল ভবন ভেঙে পড়ায় মৃত ২, ক্ষুব্ধ ‘মিম’ বিধায়ক ওয়ারিস পাঠান
https://parstoday.ir/bn/news/india-i72001-মুম্বাইতে_বহুতল_ভবন_ভেঙে_পড়ায়_মৃত_২_ক্ষুব্ধ_মিম’_বিধায়ক_ওয়ারিস_পাঠান
ভারতের মুম্বাইতে চার তলা ভবন ভেঙে পড়ায় ২ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ধ্বংসস্তূপের মধ্যে কমপক্ষে ৪০ থেকে ৫০ জন আটকে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জুলাই ১৬, ২০১৯ ১৭:২৪ Asia/Dhaka
  • মুম্বাইতে বহুতল ভবন ভেঙে পড়ায় মৃত ২, ক্ষুব্ধ ‘মিম’ বিধায়ক ওয়ারিস পাঠান

ভারতের মুম্বাইতে চার তলা ভবন ভেঙে পড়ায় ২ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ধ্বংসস্তূপের মধ্যে কমপক্ষে ৪০ থেকে ৫০ জন আটকে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ (মঙ্গলবার) সকাল ১২ টা নাগাদ মুম্বাইয়ের জনবহুল এলাকা ডোংরির খুব কাছে ওই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারের কাজ শুরু করেছে। ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর গাড়ি পৌঁছেছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী কংক্রিটের ধ্বংসাবশেষ সরিয়ে আটকে পড়া মানুষজনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

ধসে পড়া ভবনে উদ্ধার কাজ চালাচ্ছে নিরাপত্তা বাহিনী

আজ ১১ টা ৪৮ মিনিটে ডোংরির ট্যান্ডেল গলিতে বহু পুরনো একটি ভবনের একাংশ ভেঙে পড়ে। ভবনটি আব্দুল হামিদ শাহ দরগাহের পিছনে এবং বেশ পুরনো পুরনো।  প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই ভবনটিতে ৮ থেকে ১০টি পরিবার বাস করেন।

এদিকে, ওই ঘটনা প্রসঙ্গে মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন  (‘মিম’) বিধায়ক ওয়ারিস পাঠান বলেছেন, ‘এটা দুর্ঘটনা নয়, এটা হত্যা। আমি বিগত পাঁচ বছর ধরে জরাজীর্ণ ভবনের বিষয়টি উত্থাপন করে আসছি। বেশ কয়েকবার বিধানসভার মধ্যে এই বিষয়ে প্রশ্ন তুলেছি। সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও এপর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এই এলাকা বাসযোগ্য নয়। আমি সরকারের কাছে অনেকবার দাবি জানিয়েছি আশেপাশের এলাকায় শিবির বানিয়ে মানুষজনকে সেখানে রাখা হোক। পরে নতুন ভবন তৈরি হলে পুনরায় সেখানে তাদের বাস করার অনুমতি দেয়া হোক।’

মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন  (‘মিম’) বিধায়ক ওয়ারিস পাঠান

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বলেন, আমি জানতে পেরেছি ওই ভবনটি একশ’ বছরের পুরোনো। ভবনটিতে কমপক্ষে ১৫ টি পরিবার বাস করেন। এই মুহূর্তে আমাদের লক্ষ্য হল ধ্বংসস্তূপ থেকে মানুষজনকে বের করে আনা।#

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।