দিল্লির শাহীনবাগে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, ড্রোনের সাহায্যে নজরদারি, ১৪৪ ধারা
(last modified Sun, 01 Mar 2020 09:56:39 GMT )
মার্চ ০১, ২০২০ ১৫:৫৬ Asia/Dhaka
  • শাহীনবাগে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন
    শাহীনবাগে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন

ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এর বিরুদ্ধে বিক্ষোভের মধ্যে দিল্লির শাহীনবাগে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শাহীনবাগে দিল্লি পুলিশ একটি নোটিশ জারি করে বলেছে, এই এলাকায় কেউ যেন জড়ো হয় বা বিক্ষোভ প্রদর্শন না করে। গোটা অঞ্চল জুড়ে ড্রোনের সাহায্যে নজরদারি করা হচ্ছে। এর পাশাপাশি সেখানে বিপুলসংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা হিসেবে আধাসামরিক বাহিনী সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হয়েছে।

আজ (রোববার) সকালে দিল্লির শাহীনবাগে ধর্না-অবস্থানস্থলের সামনে দিল্লি পুলিশ ব্যারিকেড স্থাপন করে জমায়েত ও বিক্ষোভ নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করে। পুলিশের পক্ষ থেকে বলা হয়, এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাহীনবাগে মুসলিম নারীরা গত আড়াই মাস ধরে একটানা ধর্না-অবস্থানে বসে নাগরিকত্ব আইন প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন। প্রতিবাদী নারীরা গত ১৫ ডিসেম্বর থেকে ধর্নায় বসে আছেন। তাঁদেরকে সমাজের বিভিন্ন অংশের মানুষজন সমর্থন জানিয়েছেন।

শাহীনবাগ এলাকায় ১৪৪ ধারা জারি করার সিদ্ধান্ত এমন সময়ে নেওয়া হল যখন দিল্লির উত্তর-পূর্বাঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ সহিংসতায় ৪০ জনেরও বেশি মানুষ নিহত  ও কমপক্ষে ৩০০ জন আহত হয়েছে।

শাহীনবাগে নারীদের বিক্ষোভ

উগ্র হিন্দু সেনার পক্ষ থেকে আজ ১ মার্চ শাহীনবাগে গিয়ে সেখানকার ধর্না-অবস্থান তুলে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু প্রশাসনিক কঠোরতায় হিন্দুসেনা সিদ্ধান্ত পরিবর্তন করেছে। যদিও পুলিশ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ১৪৪ ধারা জারি করেছে।

পুলিশের যুগ্ম কমিশনার ডিসি শ্রীবাস্তব শাহীনবাগে উপস্থিত রয়েছেন। তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে এখানে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আমাদের লক্ষ্য আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনও প্রকার অপ্রত্যাশিত ঘটনা প্রতিরোধ করা।

শাহীনবাগে বিক্ষোভস্থলে বসে থাকা নারীদের সেখান থেকে অপসারণের জন্য হিন্দুসেনা আজ মাঠে নামবে বলে জানিয়েছিল। হিন্দু সেনা ঘোষণা করেছিল যে, তারা শাহীনবাগের অবরুদ্ধ পথ উন্মুক্ত করবে। কিন্তু দিল্লির সাম্প্রতিক সহিংসতার ফলে উদ্ভূত পরিস্থিতিতে পুলিশের কঠোরতায় হিন্দু সেনা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। হিন্দু সেনা এক বিবৃতিতে বলেছে, রোববার শাহীনবাগ আন্দোলনের বিরুদ্ধে তাদের প্রতিবাদ বিক্ষোভ প্রত্যাহার করতে পুলিশ চাপ সৃষ্টি করেছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১ 

ট্যাগ