সিএএ’র মধ্যদিয়ে রাষ্ট্রবিহীন মানুষের সংখ্যা কমানোর চেষ্টা করেছি: জয়শঙ্কর
(last modified Sat, 07 Mar 2020 13:20:38 GMT )
মার্চ ০৭, ২০২০ ১৯:২০ Asia/Dhaka
  • ‘গ্লোবাল বিজনেস সামিট’-এ বক্তব্য রাখেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর
    ‘গ্লোবাল বিজনেস সামিট’-এ বক্তব্য রাখেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ‘সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) মধ্য দিয়ে আমরা রাষ্ট্রবিহীন মানুষের সংখ্যা কমানোর চেষ্টা করেছি। এজন্য এর প্রশংসা করা উচিত।’ তিনি আজ (শনিবার) নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘গ্লোবাল বিজনেস সামিট’-এ ওই মন্তব্য করেন।  

তিনি বলেন, ‘বিশ্বের কোনও দেশই সবার জন্য দরজা খোলে না। সবাই যখন নাগরিকত্বের বিষয়ে সিদ্ধান্ত নেয়, তখন এর একটি প্রসঙ্গ থাকে। আমাকে বিশ্বের একটি দেশের নাম বলুন যারা বলে যে, বিশ্বের প্রতিটি মানুষ এখানে স্বাগত। ‘সিএএ’ আমাদের অভ্যন্তরীণ বিষয়। এর সঙ্গে কোনও দেশের কোনও সম্পর্ক থাকা উচিত নয়।’ 

পররাষ্ট্র মন্ত্রীকে জিজ্ঞেস করা হয়, ভারত যদি বিশ্বকে ‘সিএএ-এর বিষয়ে তার অবস্থান ব্যাখ্যা করতে না পারে তাহলে কী হবে? জবাবে তিনি বলেন, 'মিডিয়ার বাইরেও একটা পৃথিবী আছে। আমি বিশ্বের দেশগুলোর সরকারের সাথে যোগাযোগ করছি। ব্রাসেলসে, আমি ২৭ পররাষ্ট্রমন্ত্রীর সাথে ‘সিএএ’ ইস্যুতে কথা বলেছি। সরকার ও সংসদের অধিকার রয়েছে দেশে নাগরিকত্বের শর্ত নির্ধারণ করার। আমরা বিপুলসংখ্যক লোককে আশ্রয় দিয়েছি যাদের নাগরিকত্ব ছিল না।’

নাগরিকত্ব আইন ও দিল্লির সাম্প্রতিক সহিংসতার কারণে ভারত কী বন্ধু হারিয়েছে? এই প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, সম্ভবত এখন আমরা জানতে পারছি আমাদের আসল বন্ধু কে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ