সংশোধিত নাগরিকত্ব আইন ভারতীয় সংবিধানের মূলনীতি বিরোধী: চন্দ্রশেখর রাও
(last modified Sun, 08 Mar 2020 07:28:17 GMT )
মার্চ ০৮, ২০২০ ১৩:২৮ Asia/Dhaka
  • কে.  চন্দ্রশেখর রাও
    কে.  চন্দ্রশেখর রাও

ভারতের তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও সংশোধিত নাগরিকত্ব  আইনকে (সিএএ) ‘ভারতীয় সংবিধানের মূলনীতি বিরোধী’ বলে অভিহিত করেছেন। তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) দলের প্রধান কে.  চন্দ্রশেখর রাও গতকাল (শনিবার) তেলেঙ্গনা বিধানসভায় বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘সংশোধিত নাগরিকত্ব আইনের সবচেয়ে খারাপ বিষয়টি হল- এটি ভারতীয় সংবিধানের মূলনীতি বিরোধী। সংবিধান জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল নাগরিককে সমান আচরণ করার প্রতিশ্রুতি দিয়েছে। কোনও সভ্য সমাজ এমন আইন মানবে না যা নির্দিষ্ট ধর্মের লোকদের বাদ দেয়।’

চন্দ্রশেখর রাও বলেন, বিধানসভায় ওই ইস্যুতে পুরোপুরি আলোচনার পরে এ নিয়ে সিদ্ধান্ত পাস করবে, যাতে পুরো দেশকে এই বিষয়ে একটি কঠোর বার্তা দেওয়া যায়। এই বিষয়টি দেশের ভবিষ্যতের সাথে সম্পর্কিত, এটি সংবিধান ও বিশ্বে তার মর্যাদার সাথে সম্পর্কিত।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এ জাতীয় আইনের কারণে দেশ সম্মান হারাচ্ছে। আমরা এ দেশের একটি অংশ এবং আমরা আমাদের সীমার মধ্যে থেকে যা যা করতে পারি, তা করব এবং এজন্য কাউকে ভয় করব না।’

জাতীয় জনসংখ্যা নিবন্ধনের (এনপিআর) নতুন ফরমেটের কথা উল্লেখ করে চন্দ্রশেখর রাও বলেন, ‘আমার কাছেই যখন নিজের জন্ম প্রমাণপত্র নেই, তখন বাবার জন্ম শংসাপত্র কোথা থেকে পাব?’ এনপিআরে নতুন ফরমেটটি ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

টিআরএস প্রধান আরও বলেন, ‘এটি আমার জন্যও উদ্বেগের বিষয়। আমি আমার নিজের বাড়িতে গ্রামে জন্মগ্রহণ করেছি। সেসময় তখন সেখানে কোনও হাসপাতাল ছিল না। গ্রামের প্রবীণরা 'জন্মনামা' লিখতেন যাতে কোনও সরকারী সিলমোহর থাকত না। আমি যখন আমারই জন্ম শংসাপত্র উপস্থাপন করতে অক্ষম, তখন দলিত, আদিবাসী এবং দরিদ্র লোকেরা কোথা থেকে তাদের জন্ম শংসাপত্র নিয়ে আসবে?’ তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি’র নিজস্ব নীতিতে কখনওই আপস করবে বলেও মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ